পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP MLAs Meet Dhankhar : বিধানসভায় হামলার ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি - BJP MLAs Meet Governor Dhankhar Today

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ ৷ এই নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করল বিজেপি ৷

bjp mlas meet governor dhankhar today
BJP MLAs Meet Dhankhar : বিধানসভার হামলার ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপি

By

Published : Mar 28, 2022, 9:35 PM IST

কলকাতা, 28 মার্চ : বিধানসভায় গোলমাল ও শাসক-বিরোধী বিধায়কদের হাতাহাতি নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ তাঁর সঙ্গে ছিলেন বিধানসভা থেকে সাসপেন্ড হওয়া বিজেপির চার বিধায়ক ।

সোমবারই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এদিন সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করে বিজেপি বিধায়করা বিধানসভার ঘটনা নিয়ে নালিশ জানান (BJP MLAs Meet Governor Dhankhar Today) ৷ এদিন রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মহারাষ্ট্র বিধানসভার একটি সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে, যেখানে বলা হয়েছে কোনও বিধায়ককে টানা একটি অধিবেশনের বেশি সাসপেন্ড করা যায় না । যেহেতু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেননি, শুভেন্দু মনে করছেন তাঁকে পরবর্তী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করা হবে । সেক্ষেত্রে তিনি আদালতে যাবেন কি না পরে সিদ্ধান্ত নেবেন ।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, রামপুরহাটের গণহত্যা এবং উত্তর 24 পরগনার ধর্ষণ থেকে জনগণের চোখ সরাতেই বিধানসভায় বিজেপি বিধায়কদের উপর এই হামলা হয়েছে । তাঁর অভিযোগ, এই হামলা শাসকদলের পরিকল্পিত পদক্ষেপের মধ্যে একটি । যাতে রাজ্যের মানুষের আলোচনা থেকে বিষয়গুলো সরিয়ে দেওয়া যায় ।

আরও পড়ুন :Dhankhar Meets Shah : প্রসঙ্গ বগটুই গণহত্যা, শাহী-সাক্ষাতে রাজ্যপাল জগদীপ ধনকড়

ABOUT THE AUTHOR

...view details