কলকাতা, 10 জুন:বাদল অধিবেশনের (West Bengal Assembly Monsoon Session) শুরুর দিনেই বিধানসভা বয়কট বিরোধী বিজেপি-র (BJP MLAs) ৷ শুক্রবার ছিল বিধানসভায় শোক প্রস্তাব পেশের দিন ৷ কিন্তু, এই শোক প্রস্তাব পেশেও গরহাজির ছিলেন বিজেপি বিধায়করা ৷ সূত্রের খবর, আগামিদিনেও বয়কট চালিয়ে যেতে পারেন তাঁরা ৷
সাত বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছে ৷ আদালতের বক্তব্য, সঠিক নিয়ম মেনেই সাসপেন্ড হওয়া বিধায়কদের শাস্তি প্রত্যাহারের জন্য অধ্যক্ষের কাছে আবেদন জানাতে হবে ৷ এরই প্রেক্ষিতে বিজেপি-র পরিষদীয় দল ঠিক করে, যদি শেষ পর্যন্ত তাদের প্রস্তাব অধ্যক্ষ গ্রহণ না করেন, তাহলে বাদল অধিবেশনের বাকি দিনগুলিতেও বিধানসভার অধিবেশন বয়কট করবে তারা ৷
তবে, বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলেও দলের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত ছিল, সাসপেন্ডেড বিধায়করা ছাড়া বিধায়করা ছাড়া বাকি বিজেপি বিধায়করা বিধানসভার অধিবেশনে যোগ দেবেন ৷ কিন্তু আচমকাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি বিধায়করাই বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নেন ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, সরকার পক্ষকে চাপে রাখতেই এই পদক্ষেপ করেছেন তাঁরা ৷ প্রসঙ্গত, নিয়োগ বিতর্কে আপাতত ব্যাকফুটে রয়েছে রাজ্যের সরকার ৷ আদালতের নির্দেশে তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)৷ এই প্রেক্ষাপটে সরকারের উপর আরও চাপ বাড়ানোর জন্যই বিজেপি বিধায়করা সভায় অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন:Bjp Protest At Assembly : বিজেপি বিধায়কদের সাসপেনশনের প্রতিবাদে বিধানসভায় ফের বিক্ষোভ
সূত্রের খবর, এই সিদ্ধান্ত নিয়ে বিজেপি-র অন্দরেই নাকি মতভেদ রয়েছে ! শোনা যাচ্ছে, বিজেপি বিধায়কদের একাংশ সরাসরি বয়কটের রাস্তায় না হেঁটে বিধানসভায় গিয়ে সরকারকে বিব্রত করার পক্ষে সওয়াল করেছেন ৷ তাঁদের প্রস্তাব, বারবার বিধানসভার অধিবেশন বয়কট না করে প্রশ্নে প্রশ্নে সরকারকে আরও জেরবার করে দেওয়া হোক ৷ উল্লেখ্য, শুক্রবার ছিল অধিবেশনের প্রথম দিন ৷ ফলে এদিন বিরোধীরা সভায় উপস্থিত না থাকলেও তার বিশেষ কোনও প্রভাব পড়েনি ৷ কিন্তু, আগামী দিনেও বিজেপি বিধায়করা যদি অধিবেশন বয়কট করেন, তাহলে তা সভার কাজে সমস্যা তৈরি করতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷