পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Uneasiness in Bengal BJP : জেলা কমিটি ঘোষণা হতেই বিজেপির পাঁচ মতুয়া বিধায়কের বিদ্রোহ - Latest News on Matua

শনিবার সকালে প্রকাশ্যে আসে বিজেপির জেলা কমিটি ৷ সেখানে দলের সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হয় ৷ পাশাপাশি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও নাম জানানো হয়েছে ৷ তার পরই শুরু হয়েছে এই বিদ্রোহ (bjp mla from matua dominated area left party whatsapp group) ৷

bjp mla from matua dominated area left party whatsapp group
5 BJP MLA Left Whatsapp Group : জেলা কমিটি ঘোষণা হতেই বিজেপির পাঁচ মতুয়া বিধায়কের বিদ্রোহ

By

Published : Dec 25, 2021, 6:48 PM IST

Updated : Dec 25, 2021, 10:29 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর : রাজ্য কমিটি ঘোষণার পর হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ৷ আর জেলা কমিটি ঘোষণা হওয়ার পর বঙ্গ-বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বিদায় নিলেন পাঁচজন বিধায়ক (5 BJP MLA Left Whatsapp Group) ৷ তাৎপর্যপূর্ণভাবে তাঁরা সকলেই মতুয়া অধ্যুষিত অঞ্চল থেকে জিতেছেন ৷

মুকুট মণি ও অম্বিকা রায়

প্রসঙ্গত, আজই সকালে বিজেপির নতুন জেলা কমিটি ঘোষণা করা হয় ৷ পশ্চিমবঙ্গের 42 টি সাংগঠনিক জেলার সভাপতি ও ভারপ্রাপ্ত নেতাদের নাম জানানো হয় ৷ আর তার পরই এই বিদ্রোহ শুরু হয় ৷

সুব্রত ঠাকুর, অসীম সরকার

বিজেপি সূত্রে খবর, পদাধিকার বলে দলের রাজ্য সভাপতিই বেছে নিতে পারেন জেলা সভাপতিদের ৷ সেই নিয়ম মেনে এবার জেলা কমিটি তৈরি করেছেন সুকান্ত মজুমদার ৷ কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে এদিন তা ঘোষণা করা হয় ৷ ঘোষণার পর দেখা যায় কমিটিতে বেশ কিছু রদবদল করা হয়েছে ৷ যেমন - বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন মনস্পতি দেব । তাঁর নাম তালিকা থেকে বাদ গিয়েছে ৷ বদলে ওই পদে এসেছেন রামপদ দাস ।

হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার ছবি

তার পরই ওই এলাকার বিজেপি বিধায়করা একে একে দলের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বিদায় নিতে শুরু করেন ৷ সেই তালিকায় রয়েছেন - গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ।

হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার ছবি

এঁরা সকলেই মতুয়া অধ্যুষিত এলাকার বিধায়ক ৷ তার উপর সুব্রত ঠাকুরের ভাই শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ ৷ তিনি কেন্দ্রে মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রী ৷ ফলে এই ঘটনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে ।

বঙ্গ-রাজনীতির ভোট পরিসংখ্যান নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা বলছেন যে এই ঘটনার যথেষ্ট গুরুত্ব রয়েছে ৷ কারণ, বাংলার মতুয়া ভোটের বড় অংশই এখন বিজেপির দখলে ৷ 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলেই তা স্পষ্ট হয়ে যাবে ৷

হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার ছবি

যাঁদের সমর্থন রয়েছে বিজেপির উপর, তাঁদের কোনও প্রতিনিধি কেন বঙ্গ-বিজেপির রাজ্য ও জেলা কমিটিতে কেন নেই সেই প্রশ্ন উঠছে ৷ বিজেপি সূত্রের খবর, সেই ক্ষোভ থেকেই ওই পাঁচজন বিধায়ক দলের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বিদায় নেন ৷ তাছাড়া শান্তনু ঠাকুরের কয়েকজন অনুগামীও গ্রুপ ত্যাগ করেছেন ৷

আরও পড়ুন :Changes in BJPs District Organisation : লোকসভা অনুযায়ী জেলা সংগঠন বিজেপির, 36টি সাংগঠনিক জেলার দায়িত্বে নতুন মুখ

তবে এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই কোনও মন্তব্য করিতে চাননি । কিন্তু এই বিদ্রোহের জেরে পরিস্থিতি শেষ পর্যন্ত কী হয়, সেই দিকেই আপাতত তাকিয়ে রাজনৈতিক মহল ৷

Last Updated : Dec 25, 2021, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details