পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mukul Roy-PAC : মুকুল রায় কীভাবে পিএসির চেয়ারম্যান ? হাইকোর্টে মামলা বিজেপি বিধায়কের - BJP MLA files case in Calcutta High Court against Mukul Roy-s PAC chairmanship

বিরোধী দলের মনোনীত প্রার্থী না হয়েই কীভাবে মুকুল রায় (Mukul Roy) পিএসি'র চেয়ারম্যান হলেন, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে বিজেপি ৷ এবার এই প্রশ্নেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় ৷

মুকুল রায় কীভাবে পিএসসির চেয়ারম্যান ?
মুকুল রায় কীভাবে পিএসসির চেয়ারম্যান ?

By

Published : Jul 27, 2021, 8:49 PM IST

কলকাতা, 27 জুলাই : মুকুল রায়কে (Mukul Roy) কীভাবে পিএসি'র (PAC) চেয়ারম্যান করা হল, তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় । মামলাকারীর প্রশ্ন, মুকুল রায় বিজেপি মনোনীত প্রতিনিধি নন ৷ তাহলে তাঁকে কীভাবে বিজেপি মনোনীত প্রতিনিধি হিসাবে দেখানো হল । যে মর্মে বিধানসভার স্পিকার তাঁকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করলেন সেটা সম্পূর্ণ বেআইনি । বিধানসভার পিএসি'র চেয়ারম্যান হওয়ার কথা বিরোধীদলের কোনও বিধায়কের ।

বিধানসভার রীতি অনুযায়ী, পিএসি'র চেয়ারম্যান হন বিরোধীদলের কোনও বিধায়ক । কিন্তু সেই রীতি ভেঙে মুকুল রায়কে পিএসি'র চেয়ারম্যান করা হয়েছে বলে বিজেপি আগেই সরব হয়েছিল । এবার আইনি যুদ্ধে সামিল হল তারা ।

কুড়ি সদস্যের পিএসি কমিটিতে 6 জনের নাম দিয়েছিল বিজেপি । তাঁদের কমিটির সদস্য হিসাবে মনোনীত করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷ মুকুল রায় দলবদল করায় বিজেপি তরফে মুকুল রায়ের নাম প্রস্তাব করা হয়নি । কিন্তু তারপরও পিএসি'র চেয়ারম্যান করা হয় মুকুল রায়কেই । তার কারণ জানতে চেয়েই বিজেপি বিধায়ক অম্বিকা রায় হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷

আরও পড়ুন : PAC : পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details