কলকাতা, 27 জুলাই : মুকুল রায়কে (Mukul Roy) কীভাবে পিএসি'র (PAC) চেয়ারম্যান করা হল, তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় । মামলাকারীর প্রশ্ন, মুকুল রায় বিজেপি মনোনীত প্রতিনিধি নন ৷ তাহলে তাঁকে কীভাবে বিজেপি মনোনীত প্রতিনিধি হিসাবে দেখানো হল । যে মর্মে বিধানসভার স্পিকার তাঁকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করলেন সেটা সম্পূর্ণ বেআইনি । বিধানসভার পিএসি'র চেয়ারম্যান হওয়ার কথা বিরোধীদলের কোনও বিধায়কের ।
বিধানসভার রীতি অনুযায়ী, পিএসি'র চেয়ারম্যান হন বিরোধীদলের কোনও বিধায়ক । কিন্তু সেই রীতি ভেঙে মুকুল রায়কে পিএসি'র চেয়ারম্যান করা হয়েছে বলে বিজেপি আগেই সরব হয়েছিল । এবার আইনি যুদ্ধে সামিল হল তারা ।