পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফের করোনায় আক্রান্ত অগ্নিমিত্রা পল - Agnimitra Paul

সূত্রের খবর, প্রথমে অগ্নিমিত্রা পল মৃদু উপসর্গ অনুভব করেন । পরে কোভিড পরীক্ষা করালে রিপোর্ট পজ়িটিভ আসে । এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি ।

Agnimitra Paul is corona infected again
ফের করোনায় আক্রান্ত অগ্নিমিত্রা পল

By

Published : May 16, 2021, 6:33 AM IST

Updated : May 16, 2021, 10:55 AM IST

কলকাতা, 16 মে : আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল ফের কোভিড পজ়িটিভ । বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন । তিনি নিজেই একটি ভিডিয়ো বার্তায় এই বিষয়ে জানিয়েছেন । উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে প্রথমবার করোনা পজ়িটিভ হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি ।

সূত্রের খবর, প্রথমে অগ্নিমিত্রা পল মৃদু উপসর্গ অনুভব করেন । কোভিড পরীক্ষা করালে রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর কলকাতায় নিজের বাড়ি থেকে আসানসোলবাসী ও দলীয় কর্মীদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা দেন অগ্নিমিত্রা পল । এই ভিডিও বার্তায় বলেন, তিনি নিজ বাসভবনে রয়েছেন । শীঘ্রই সুস্থ হয়ে আসানসোলে ফিরবেন । পাশাপাশি আসানসোলবাসীকে সতর্কও থাকতে বলেন তিনি । ডবল মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখতে বলেন সবাইকে ।

আরও পড়ুন : রানিগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে আগুন, পরিদর্শনে অগ্নিমিত্রা পল

অন্যদিকে দলীয় কর্মীদের বলেন, কার্যত লকডাউনে ত্রাণের কাজে যেন সবাই ঝাঁপিয়ে পড়েন । কোভিড রোগীদের অক্সিজেন কিংবা চিকিৎসা সংক্রান্ত সমস্যায় যেন দলীয় কর্মীরা তাঁদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করেন । প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতেও নিষেধ করেন আসানসোল দক্ষিণের বিধায়ক ।

Last Updated : May 16, 2021, 10:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details