কলকাতা, 7 ডিসেম্বর : 8 ডিসেম্বর বুধবার বিজেপির আনুষ্ঠানিক ইস্তাহার প্রকাশ হওয়ার কথা । কিন্তু তার আগেই ফাঁস হল বিজেপির প্রস্তাবিত ইস্তাহার (BJP manifesto for KMC Election leaked) । বিজেপির অন্দরে তৈরি হয়েছে তুমুল আলোড়ন । ইস্তাহার কীভাবে ফাঁস হল তা নিয়েই অন্তর্তদন্ত ।
ফাঁস হওয়া ইস্তাহার থেকে দেখা যাচ্ছে, বিজেপি মূলত চারটি বিষয়ে গুরুত্ব দিয়েছে- শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং সুরক্ষা । ইস্তাহারে শিরোনাম দেওয়া হয়েছে, "কলকাতা জিতবে, জিতবে বিজেপি" । আশ্বাস দেওয়া হয়েছে, কলকাতা পৌরনিগমে ক্ষমতা এলে পৌরসভা পরিচালিত স্কুলগুলির পরিকাঠামো আধুনিক করা হবে । সমস্ত স্কুলে মিড ডে মিল দেওয়া হবে । ময়দানে আধুনিক স্পোর্টস প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে ৷
শুধু শিক্ষা নয়, স্বাস্থ্যক্ষেত্রেও একাধিক বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে । প্রতিটি ওয়ার্ডে মডেল স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে । বায়ুদূষণ মোকাবিলায় 10টি স্মার্ট টাওয়ার, শ্মশান ও কবরস্থানে উন্নতির জন্য আলাদা দফতর গোড়ে তোলার আশ্বাস । পাশাপাশি মেট্রোর যেমন স্মার্টকার্ড রয়েছে, তেমনই স্মার্টকার্ড চালু পরিকল্পনার কথা জানানো হয়েছে ৷ এই স্মার্টকার্ডের সাহায্যে মানুষ বাস, ট্রাম, মেট্রো এবং লঞ্চ পরিষেবা গ্রহণ করতে পারবেন মানুষ ৷