কলকাতা, 23 মে : এতদিন তাঁরা ছিলেন সতীর্থ ৷ কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির ময়দানে লড়াই করতে নামতেন ৷ কিন্তু সোমবার থেকেই সম্মুখ-সমরে শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ও অর্জুন সিং (Barrackpore MP Arjun Singh) ৷ ব্যারাকপুরের সাংসদ দল ছাড়তেই ওই সাংগঠনিক জেলার দায়িত্ব বিরোধী দলনেতার হাতে তুলে দিল বিজেপি ৷ এদিন নিউটাউনে বিজেপির একটি সাংগঠনিক বৈঠক হয় (Organisational Meeting of Bengal BJP) ৷ সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷
বিজেপি সূত্রে খবর, ওই বৈঠকে ব্যারাকপুরের জেলা সভাপতি-সহ জেলা কমিটির শীর্ষ নেতৃত্বকে তলব করা হয় । বিজেপির ওই সাংগঠনিক বৈঠকে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্যও উপস্থিত ছিলেন ৷ এছাড়া ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী-সহ রাজ্য়ের একাধিক শীর্ষ নেতা ৷