কলকাতা, 15 এপ্রিল : লকেটের নিশানায় অভিষেক (Locket Slams Abhishek) ৷ পশ্চিমবঙ্গে একাধিক ধর্ষণের ঘটনা ও অভিষেকের ফুটবল ক্লাবের প্রসঙ্গ টেনে সমালোচনা করলেন লকেট চট্টোপাধ্যায় (BJP Locket Chatterjee Slams TMCs Abhishek Banerjee) ৷ বললেন, ‘‘আমার তো খারাপ লাগছে যে বাংলায় একের পর এক মেয়েরা ধর্ষিতা হচ্ছে ৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুটবল খেলছেন ৷ মেয়েদেরকেও ফুটবলের মতো ভেবেছেন ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, শুক্রবার বাংলা নতুন বছরের প্রথম দিন আত্মপ্রকাশ করল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC National General Secretary Abhishek Banerjee) ফুটবল ক্লাব ৷ যার নাম ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব ৷ এদিন বারপুজোয় অংশ নেন অভিষেক ৷ পরে ক্লাবের লোগো ও জার্সির উদ্বোধন করেন ৷
সেই নিয়েই কটাক্ষ করেছেন হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) ৷ কটাক্ষ করতে গিয়েই তিনি বলেছেন, ‘আমার তো খারাপ লাগছে যে বাংলায় একের পর এক মেয়েরা ধর্ষিতা হচ্ছে ৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুটবল খেলছেন ৷ মেয়েদেরকেও ফুটবলের মতো ভেবেছেন ৷’’
একই সঙ্গে তিনি যোগ করেছেন, ‘‘আজ বাংলার কী অবস্থা ? তাঁর দেখা উচিত ছিল যে বাংলার মেয়েরা কীভাবে সুরক্ষিত থাকে ৷ উনি মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য, ওঁর উচিত ছিল ফুটবল ছেড়ে ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের ব্যবস্থা করা ৷’’