কলকাতা, 22 ফেব্রুয়ারি: উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে। পামেলা কাণ্ডে নাম জড়ানোর পর কলকাতার নগরপাল সৌমেন মিত্রকে চিঠি দিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর অভিযোগ, নিউ আলিপুর থানার ওসিই তাঁকে ফাসানোর জন্য এই কাণ্ড ঘটিয়েছেন ৷
বিজেপি নেতার দাবি, পামেলা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ৷ এমনকী, এবিষয়ে পুলিশেরও দ্বারস্থ হয়েছিল তাঁর পরিবার ৷ মেয়েকে নেশার কবল থেকে উদ্ধারের আবেদন নিয়ে পুলিশের কাছে গিয়েছিলেন পামেলার বাবা ৷ রাকেশের বক্তব্য়, তিনি যদি এই মাদকচক্রের সঙ্গে যুক্তই হতেন, তাহলে তখনই তাঁর নামে অভিযোগ করা হত ৷ কিন্তু সেটা করা হয়নি ৷ আর এখন পামেলা যেই গ্রেপ্তার হলেন তখনই তাঁকে জড়ানো হচ্ছে ৷
আরও পড়ুন:অনুব্রতর কাছে শিক্ষা নিয়ে দিদিমনি পামেলাকে ফাঁসিয়েছেন : সৌমিত্র খাঁ
রাকেশ সিংয়ের দাবি, যেহেতু তিনি বিজেপি করেন, তাই পামেলাকে দিয়ে তাঁর নাম বলানো হচ্ছে ৷ যাতে ভোটের আগে এর রাজনৈতিক ফায়দা তোলা যায় ৷ এটা একটা চক্রান্ত বলে দাবি করেছেন রাকেশ ৷ তিনি চান, পুলিশ গোটা ঘটনার তদন্ত করুক এবং প্রকৃত দোষীর নাম প্রকাশ্য়ে আসুক ৷ নিজের দাবি-দাওয়া জানিয়ে নগরপাল সৌমেন মিত্রকে ইমেল মারফত চিঠি পাঠান রাকেশ ৷
দিনকয়েক আগেই মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ ৷ নিউ আলিপুর থেকে তাঁকে এবং তাঁর এক সঙ্গীকে পাকড়াও করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় কোকেন। এরপর পামেলাকে নিয়ে তাঁর পার্লারেও তল্লাশি চালায় পুলিশ ৷ লালবাজার সূত্রে খবর, মাদক কারবারিদের হদিস পেতে প্রয়োজনে ভিনরাজ্যেও অভিযান চালানো হতে পারে ৷