পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Durga Puja: ইউনেসকো'র স্বীকৃতির কৃতিত্ব পেতে মরিয়া বিজেপিও, আসরে অমিত-দিলীপ-শুভেন্দু - মোদি সরকার

ইউনেসকো (UNESCO)-এর কাছ থেকে হেরিটেজ (Intangible Cultural Heritage) স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো (Kolkata Durga Puja) ৷ এবার সেই স্বীকৃতির কৃতিত্ব মোদি সরকারকে (Modi Government) দিতে আসরে নামলেন বিজেপি নেতারা ৷

BJP Leaders praise Modi Government for UNESCO Acknowledgement of Kolkata Durga Puja
Kolkata Dugra Puja: ইউনেস্কোর স্বীকৃতির কৃতিত্ব পেতে মরিয়া বিজেপি-ও, আসরে অমিত-দিলীপ-শুভেন্দু

By

Published : Sep 1, 2022, 8:49 PM IST

Updated : Oct 21, 2022, 8:58 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: কলকাতার দুর্গাপুজোকে (Kolkata Durga Puja) হেরিটেজ (Intangible Cultural Heritage) স্বীকৃতি দিয়েছে ইউনেসকো (UNESCO) ৷ এই আন্তর্জাতিক স্বীকৃতির পিছনে কৃতিত্ব কার ? এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তরজা ৷ রাজ্য়ের প্রধান বিরোধী দল বিজেপি-র এত দিন অভিযোগ ছিল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই স্বীকৃতির কৃতিত্ব নিজে নিতে চাইছেন ৷ এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শহরে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় ৷ বুধবারই নবান্ন থেকে মমতা ঘোষণা করেন, ইউনেসকোকে ধন্যবাদ জানাতে এই শোভাযাত্রা করা হবে ৷ যার বিরোধিতায় বৃহস্পতিবার সকালেই সরব হয়েছিলেন বিজেপি-র জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ আর এবার ইউনেসকোর স্বীকৃতির কৃতিত্ব কেন্দ্রীয় সরকার বা আরও স্পষ্ট করে মোদি সরকারকেই (Modi Government) দেওয়ার চেষ্টা করলেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷

এদিন অমিত মালব্য একটি টুইট করেছেন ৷ সেখানে কলকাতার দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি সংক্রান্ত একটি নথি পোস্ট করেছেন তিনি ৷ সেইসঙ্গে লিখেছেন, "শোভাযাত্রা আয়োজন করে এই সম্মানের পুরো কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছেন ৷ যদিও আসল ঘটনা হল, এই সম্মান পাওয়ার পিছনে তাঁর কোনও অবদান নেই ৷ এর নেপথ্য়ে রয়েছে সঙ্গীত নাট্য অ্য়াকাডেমি ৷ যা আদতে মোদি সরকারের অধীনস্ত একটি সংস্থা ৷" পরবর্তীতে অমিত মালব্যর এই টুইটটি রিটুইট করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষরা ৷ এখানে বার্তা খুব স্পষ্ট ৷ মমতা নন, ইউনেসকোর কাছ থেকে এই স্বীকৃতি লাভের আসল কৃতিত্বের অধিকারী মোদি সরকার !

আরও পড়ুন:'সরকারি টাকায় ফূর্তি' হচ্ছে ! মাস পয়লার শোভাযাত্রা নিয়ে তোপ দিলীপের

তথ্য়াভিজ্ঞ মহলের দাবি অবশ্য অন্য ৷ তারা বলছে, এই স্বীকৃতি আদায়ের পিছনে রয়েছেন তপতী গুহঠাকুরতা নামে একজন বিশিষ্ট বাঙালি ঐতিহাসিক এবং তাঁর সহ-গবেষকরা ৷ তাঁকে যে কেন্দ্রীয় সরকারের তরফে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটাও সঠিক ৷ তবে, সেই দায়িত্ব মোদি সরকার তাঁকে দেয়নি ৷ বস্তুত, তপতী গত প্রায় 10 বছর ধরে কলকাতার দুর্গাপুজো নিয়ে কাজ করছেন ৷ কিন্তু, রাজনীতির কারবারিরা আপাতত ব্যস্ত স্বীকৃতি আদায়ের লড়াইয়ে পরস্পরকে কাৎ করতে ৷

দিলীপ ঘোষ যেমন অমিত মালব্যর টুইটটি রিটুইট করে সঙ্গে লিখেছেন, "আজ যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে 2 কোটিরও বেশি টাকা খরচ করে এই শোভাযাত্রা করা হচ্ছে, সেই তিনিই একবার দুর্গাপুজোর ভাসান বন্ধ করার চেষ্টা করেছিলেন ৷ তখন আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছিল ৷"

অন্যদিকে, শুভেন্দু অধিকারী অমিত মালব্য টুইটটি রিটুইট করে লিখেছেন, আসলে পাহাড়প্রমাণ দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই এই শোভাযাত্রার আয়োজন করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু, রাজ্যবাসী অত বোকা নন ৷ তাঁরা সব বোঝেন ৷ তাঁরা জানেন, কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সঙ্গীত নাট্য অ্য়াকাডেমির উদ্যোগেই কলকাতার দুর্গাপুজো এই স্বীকৃতি পেয়েছে ৷

Last Updated : Oct 21, 2022, 8:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details