কলকাতা, 2 মে :পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন ৷ সোমবার কলকাতায় দলের কর্মসূচি থেকে স্পষ্ট করে দিল বিজেপির বঙ্গ-ব্রিগেড (BJPs Rally at Kolkata on Post Poll Violence) ৷ গেরুয়া শিবিরের কর্মীদের উদ্দেশ্যে পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি এখনই শুরু করার নির্দেশ দিলেন সুকান্ত-দিলীপ-শুভেন্দুরা ৷ পাশাপাশি বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারকে উৎখাত করতে সর্বাত্মক লড়াইয়েরও ডাক দিয়েছেন বিজেপির এই শীর্ষ নেতারা ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল 2 মে, আজ থেকে ঠিক এক বছর আগে ৷ বিজেপির অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাদের কর্মীদের উপর হামলা হয় ৷ অনেককে খুন করা হয়৷ অনেকে ঘরছাড়া হন ৷ অনেকের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয় ৷
তাই এই বছর 2 মে-র দিনটিকেই ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) বর্ষপূর্তি হিসেবে বেছে নিয়েছিল গেরুয়া শিবির ৷ কলকাতায় বিজেপির তরফে আয়োজন করা হয় মেগা ব়্যালির ৷ সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari), বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh)-সহ অন্য শীর্ষনেতৃত্বরা উপস্থিত ছিলেন ৷
এদিন বিজেপির তরফে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হয় । তার পর সেখানে সভা হয়৷ এই সভা থেকেই গেরুয়া শিবিরের নেতারা বাংলায় রাজনৈতিক হিংসা, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উৎখাতের ডাক দেন ৷ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করার বার্তাও দেন ৷