কলকাতা, 11 মে: ভোট পরবর্তী হিংসায় (Bengal Post Poll Violence) মৃতদের পরিবারকে রাজভবনে নিয়ে গিয়ে বেনজির দরবার করল বিজেপি ৷ এই প্রসঙ্গে ফের রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁর অভিযোগ, বাংলায় ভেদাভেদের রাজনীতি চলছে ৷ রামপুরহাটে আর্থিক সহযোগিতা দেওয়া হলেও, কেন ভোট পরবর্তী হিংসায় মৃতদের কোনও সাহায্য করা হয়নি, সেই প্রশ্ন তোলেন ধনকড় (Governor on Post poll violence)৷
ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিজনকে (families of Post poll violence Victims) নিয়ে মঙ্গলবার রাজভবনে যায় বিজেপি । রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধরনা মঞ্চ থেকে ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিজনকে নিয়ে মিছিল করে রাজভবনে যান বিজেপি নেতারা । ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরা দেখা করেন রাজ্যপালের সঙ্গে । রাজ্যপালকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় । বিজেপি নেতাদের পাশে দাঁড়িয়ে কড়া মন্তব্যে রাজ্য সরকারকে ফের বিঁধলেন ধনকড় । মুখ্যমন্ত্রীকে দলগত রাজনীতির ঊর্ধ্বে ওঠার পরামর্শ দেন তিনি । (BJP leaders meet Governor Jagdeep Dhankhar)।