পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP-তে যোগ দেওয়ার পর অপহরণের অভিযোগ, এখনই গ্রেপ্তার নয় জানাল আদালত - kolkata highcourt

মহিলাকে অপহরণের অভিযোগ, আগাম জামিন চেয়ে হাইকোর্টের দারস্থ বনগাঁর দুই কাউন্সিলর । আগামী এক সপ্তাহ তাঁদের গ্রেপ্তার করা যাবে না নির্দেশ আদালতের .

ফাইল ফোটো

By

Published : Jul 16, 2019, 3:05 PM IST

Updated : Jul 16, 2019, 11:20 PM IST

কলকাতা, 16 জুলাই : বনগাঁ পৌরসভার যে 12 জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস থেকে BJP-তে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে দু'জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা কাউন্সিলর । গতকাল আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই দু'জন । আজ বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে জামিনের আবেদনের শুনানি হয় । আদালত জানায়, আগামী এক সপ্তাহ তাঁদের গ্রেপ্তার করা যাবে না ।

যে 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে একজন মহিলা কাউন্সিলরও ছিলেন । কিন্তু BJP - তে যোগ দিলেও গত শুক্রবার তিনি দল ছাড়েন । তারপর বনগাঁ থানায় হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের বিরুদ্ধে অপহরণ ও মোটা টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেন । হিমাদ্রি ও কার্তিকের হয়ে তাঁদের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত গতকাল আগাম জামিনের আবেদন জানান হাইকোর্টে ।

প্রসঙ্গত, 11 জুলাই কলকাতা হাইকোর্ট 72 ঘণ্টার মধ্যে বনগাঁ পৌরসভায় অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় । পাশাপাশি হাইকোর্ট জানায়, এক সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে এবং প্রশাসন এই প্রক্রিয়ায় সহায়তা করবে । সেইমতো আজ বেলা তিনটের সময় আস্থা ভোট সেখানে ।

এর আগে 7 জুন নিজেদের দলেরই পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের 11 জন কাউন্সিলর । বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে অনাস্থাপত্র জমা দেন কাউন্সিলররা । তারপর 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । রাজ্য সরকার বনগাঁ পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয় । কিন্তু প্রশাসক বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আবার 8 জুলাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন BJP-তে যোগ দেওয়া কাউন্সিলররা ।

আজ জামিনের আবেদনের বিষয়টি হাইকোর্টের বিচারপতির এজলাসে ওঠে । আবেদন শোনার পর আদালত বলে, যেহেতু এখনও কেস ডায়েরি আসেনি, তাই আগামী এক সপ্তাহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না । সোমবার জামিনের আবেদনের পরবর্তী শুনানি ।

Last Updated : Jul 16, 2019, 11:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details