পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Attacks Mamata Govt : বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার, দাবি শুভেন্দুর - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বুধবার কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তি মাল্যদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LoP Suvendu Adhikari) ৷ তার পর গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটিতে তাঁর নাম থাকা নিয়ে আপত্তির বিষয়ে তিনি বলেন, বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার ৷

bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue
bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue

By

Published : Jan 12, 2022, 5:30 PM IST

কলকাতা, 12 জানুয়ারি : রাজ্য সরকার বিজেপিকে ভয় পায় । বিরোধী দলনেতাকে ভয় পায় । আজ, বুধবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে তাঁর মূর্তিতে মাল্যদান করে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LoP Suvendu Adhikari) । এদিন তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল পয়েন্টের এজেন্ডা বিরোধী দলনেতাকে আটকাও ।’’

সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী

কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলার নজরদারিতে কমিটি গঠন করে ৷ সেই কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাখা হয়েছিল ৷ কেন শুভেন্দু অধিকারীকে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠে ৷ হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জমা পড়ে ৷ সেই নিয়েই শুভেন্দু এদিন এই মন্তব্য করেন (bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue) ৷

সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী

পরে কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটিতে বেশ কিছু পরিবর্তন ৷ সেই রদবদলে বাদ পড়ে শুভেন্দুর নাম ৷ এই নিয়ে এদিন নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘‘এটা শুভেন্দু অধিকারীকে বাদ দেওয়ার প্রসঙ্গ নয় । পুরো কমিটি ভেঙে দেওয়া হয়েছে । পুরো কমিটিই বদল করা হয়েছে । হাইকোর্টের প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে সম্মান করা উচিত ।’’

সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী

পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Suvendu Attacks Mamata Govt) উদ্দেশে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন ৷ বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রীর জেনে রাখা উচিত তথ্য কমিশনার, লোকায়ুক্ত, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগে ওঁর একতরফা সিদ্ধান্তে সব আটকে আছে । কারণ, বিরোধী দলনেতাকে উনি কনফিডেন্সে নেননি ।’’ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী চাইলেও কিছু কাজ বিরোধী দলনেতাকে বাদ দিয়ে করতে পারেন, সেটা সংবিধানেই আছে ৷

বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার, দাবি শুভেন্দুর

আরও পড়ুন :Gangasagar Mela 2022 : হাইকোর্টের গঙ্গাসাগর মেলার নতুন কমিটিতে নেই শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details