কলকাতা, 27 জুলাই: বঙ্গ রাজনীতিতে সাম্প্রতিককালে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ঘিরে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে যে ডামাডোল অবস্থা, তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন দুনিয়া এমনকী খোদ রাজনৈতিক মহলেও এই নিয়ে আলোচনা তুঙ্গে । বলতে দ্বিধা নেই ট্রামে, বাসে, মেট্রোতে, ট্রেনে, হোটেল, রেস্তোরাঁয়, পথে-ঘাটে আজ একটাই আলোচনা । কেন্দ্রীয় সংস্থার তদন্তের হাত থেকে বাঁচতে পার্থও কি গেরুয়া শিবিরের দিকে ঝুঁকবেন ? ঘোরাফেরা করছে এমন প্রশ্নও ! যদিও বিজেপির সাংস্কৃতিক সেলের সহ-কনভেনর সুরজিৎ চৌধুরী (Suraajit Choudhury slams Partha) এমন কোনও সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন ৷
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা সুরজিৎ চৌধুরী । পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে 1500 কেজির বাচ্চা বলে উল্লেখ করেন ৷ এরপরই তাঁর সেই পোস্টের কমেন্ট বক্স পূর্ণ হয় নানা মন্তব্যে । তাঁর এহেন বক্তব্য নজরে আসার পর তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইটিভি ভারতকে জানান, "পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষা ও বর্তমানের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এখন বঙ্গ রাজনীতি উত্তপ্ত । অর্পিতা এখন হটকেক । মাত্র কয়েকদিন আগে 21 জুলাই মাননীয়া মঞ্চে উঠে বললেন 21 অনেক পথ দেখাবে, মুড়ির উপর জিএসটি নিয়েও অনেক কথা বললেন । আসল ব্যাপারটা নিজেও জানেন না ঠিকঠাক । 21 তারিখ মঞ্চে মুড়ি নিয়ে বক্তব্য রাখলেন । আর রাত না পোহাতেই দলের কর্মী তথা মন্ত্রীমশাই কুড়ি কোটির জালে জর্জরিত হলেন । যখনই ইডি তলব করেন উনি অসুস্থ হয়ে পড়েন । বোঝাই যায় সাজানো পুরোটা ।"