কলকাতা, 1 অগস্ট:সংগঠনকে ঢেলে সাজাতে বিস্তর রদবদল করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC Leadership Reshuffle) ৷ দলের তরফে প্রকাশ করা হয়েছে সাংগঠনিক জেলা সভাপতিদের নতুন নামের তালিকা ৷ আর তারপর থেকেই একটি নাম নিয়ে শুরু হয়েছে চর্চা ৷ তিনি বিশ্বজিৎ দাস (Biswajit Das) ৷ বিজেপি বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁকেই উত্তর 24 পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে তৃণমূল ৃ! ঘটনা প্রকাশ্য়ে আসতেই এ নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ বঙ্গ বিজেপি-র তরফ থেকে বিশ্বজিতের বিধায়ক পদ খারিজের দাবি তুলেছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ৷
একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন বিশ্বজিৎ ৷ বিজেপি-র টিকিয়ে জয়ী হয়েই বাগদার বিধায়ক হন তিনি ৷ কিন্তু, তারপর ফের 'ফিরে আসেন' তৃণমূলে ৷ যদিও পরবর্তীতে একটি মামলা সূত্রে আদালতকে বিশ্বজিৎ জানিয়েছিলেন, তিনি বিজেপি-তেই আছেন ৷ কিন্তু, সোমবার তৃণমূলের প্রকাশ করা জেলা সভাপতিদের নয়া তালিকায় তাঁর নাম দেখেই তেতেফুঁড়ে উঠেছে বিজেপি ৷ তাদের সাফ কথা, দলত্যাগবিরোধী আইন অনুসারে এখনই বিশ্বজিতের বিধায়ক পদ খারিজ করতে হবে ৷