পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sajal Ghosh Arrest : জামিন পেলেন বিজেপি নেতা সজল ঘোষ - সজল ঘোষ

দু'দিনের পুলিশ হেফাজতের পর জামিন পেলেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh) ৷ এদিন ব্যাঙ্কশাল আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে ৷ কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এদিন তিনি জামিন পেলেন ৷

শর্তসাপেক্ষে জামিন পেলেন বিজেপি নেতা সজল ঘোষ
শর্তসাপেক্ষে জামিন পেলেন বিজেপি নেতা সজল ঘোষ

By

Published : Aug 16, 2021, 6:33 PM IST

কলকাতা, 16 অগস্ট : শর্তসাপেক্ষে জামিন পেলেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। মুচিপাড়া কাণ্ডে গত শুক্রবার তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ । নগর দায়রা আদালতের বিচারক সঙ্গীতা চট্টোপাধ্যায় সোমবার তাঁর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করলেন ৷ শর্ত হল, কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং সপ্তাহে দু‘দিন তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করে তদন্তে সহযোগিতা করতে হবে সজলকে ।

সজল ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 423, 427, 147-148 এবং 149 ধারায় ভাঙচুর চালানোর পাশাপাশি অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে ৷ মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে । তার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার বাড়ির দরজা ভেঙে নাটকীয় ভাবে তাঁকে গ্রেফতার করে পুলিশ । গত শনিবার তাঁকে নগর দায়রা আদালতে তোলা হয় ৷ রাজ্যের তরফে জানানো হয়, তাঁর কাছে অস্ত্র রয়েছে ৷ সেগুলি উদ্ধারের জন্য 10 দিনের পুলিশ হেফাজতের আর্জি জানানো হয়েছিল । পাল্টা সজল ঘোষের অভিযোগ, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে তাঁর নামে । তিনি বিজেপির সদস্য বলেই তাঁর বিরুদ্ধে শাসকদল মিথ্যা অভিযোগ সাজিয়েছে । নগর দায়রা আদালত তাঁর দু'দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছিল ।

সোমবার মামলার শুনানিতে সজল ঘোষের আইনজীবী অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে টাকা লুটের যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা । তিনি অত্যন্ত সম্পন্ন ঘরের ছেলে । একজন সক্রিয় সমাজকর্মী । পাশাপাশি অস্ত্র রাখার যে যোগাযোগ করা হয়েছে তাও মিথ্যা । অন্যদিকে, রাজ্যের তরফে বলা হয়, পুলিশ জিজ্ঞাসাবাদের সময় জানা গিয়েছে প্রায় 30 হাজার টাকা তিনি ক্লাব থেকে লুট করে নিজের ঘরে রেখেছেন । পাশাপাশি তাঁর ঘরে অস্ত্রও রয়েছে । তাই 25 অগস্ট পর্যন্ত তাঁর পুলিশ হেফাজত দেওয়া হোক । কিন্তু বিচারক সঙ্গীতা চট্টোপাধ্যায় দু'পক্ষের বক্তব্য শোনার পর কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সজলের জামিন মঞ্জুর করেন ।

আরও পড়ুন : Sajal Ghosh Arrest : সজল ঘোষের দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ নগর দায়রা আদালতের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details