কলকাতা, 4 অগস্ট: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় । বঙ্গ বিজেপির 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ অবস্থানে বসে বিজেপি'র কিষাণ মোর্চা । এই কর্মসূচিতে যোগ দিয়েই এদিন অভিষেককে আক্রমণ করেন রূপা (Roopa Ganguly criticises Abhishek Banerjee) ৷
বিজেপি নেত্রী বলেন, "আমার একটা প্রশ্ন আছে, অভিষেক কী করে ? ওনার 34টা না 35টা প্লট, এত বড় বড় গাড়ি । ওঁর প্রফেশনটা কী ?"এরপর দর্শক আসনে বসে থাকা দলের সমর্থকদের কথার সুরে সুর মিলিয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, "ও চোর ? আলিবাবা ? হ্যাঁ । তাছাড়া আবার কী ?" রাজ্যে নিয়োগের নামে এতবড় আর্থিক দুর্নীতি হয়েছে, আর মুখ্যমন্ত্রী কিছু জানেন না, তা কী করে সম্ভব সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ এদিনের কর্মসূচিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, অগ্নমিত্রা পল উপস্থিত ছিলেন ৷