পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Rahul Slams Saugata: জনকল্যাণের কথা বলার অধিকার নেই তৃণমূলের, মোদিকে সৌগতর চিঠির পালটা রাহুল - জনকল্যাণের কথা বলার অধিকার নেই তৃণমূলের

গরিব কল্যাণ যোজনার (Garib Kalyan Yojona) মেয়াদ বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ সেই নিয়ে দমদমের সাংসদকে পালটা আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ তাঁর দাবি, জনকল্যাণের কথা বলার অধিকার নেই তৃণমূলের ৷

BJP Leader Rahul Sinha Slams Saugata Roy on his Letter to PM Narendra Modi
Rahul Slams Saugata জনকল্যাণের কথা বলার অধিকার নেই তৃণমূলের, মোদিকে সৌগতর চিঠির পালটা রাহুল

By

Published : Sep 22, 2022, 9:08 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : করোনা অতিমারীর (Covid Pandemic) সময় গরিব কল্যাণ যোজনা (Garib Kalyan Yojona) শুরু করেছিল কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ যেখানে সমাজের একটা বড় অংশকে বিনামূল্য়ে রেশনের খাদ্যশস্য (Free Ration) দেওয়া হত ৷ করোনা পর্ব পার হওয়ার পর বেশ কয়েকবার ওই যোজনার মেয়াদ বৃদ্ধি করা হয় ৷ সেই বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 সেপ্টেম্বর ৷

কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় (Saugata Roy) চান এই মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করা হোক ৷ তাই তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা ৷ কারণ, রেশনে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কৃতিত্ব বরাবরই নিজের সরকারকেই দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাই কেন এই নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে হচ্ছে, সেই প্রশ্ন উঠেছে ৷

এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি (BJP) নেতা রাহুল সিনহা ৷ তিনি বলেন, "রাজ্যে একে একে কেন্দ্রের বরাদ্দ বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র তৃণমূলের চুরির কারণে । 100 দিনের কাজ থেকে শুরু করে রেশনের চাল, সবকিছুই তো তৃণমূল কংগ্রেস লুটেপুটে নিচ্ছে । এইসব টাকা কাটমানিখোরদের পকেটে যাচ্ছে ।’’

তাঁর দাবি, ‘‘কাটমানিখোরদের চিঠির কোনও মূল্যই নেই । আগে এই রাজ্যে স্বচ্ছতা আসুক ৷ তারপর ওদের চিঠি দেওয়া মানাবে । চৌর্যবৃত্তির সঙ্গে যারা যুক্ত, তারা কি এই চিঠি দিতে পারে ? যে পার্টির নেমপ্লেটে চোরের তকমা লেগে গিয়েছে, সেই পার্টির জনকল্যাণের কথা বলার অধিকার নেই ।’’

তিনি আরও বলেন, ‘‘কারণ জনকল্যাণের টাকা এতদিন চুরি করেছে । যতদিন না পর্যন্ত এই সরকার সরবে, ততদিন মানুষের টাকা মানুষের কাছে যাবে না ৷ মানুষের চাল মানুষের কাছে যাবে না ।"

আরও পড়ুন :বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আরও 6 মাস বৃদ্ধির দাবিতে মোদিকে চিঠি সৌগতর

ABOUT THE AUTHOR

...view details