পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কৈলাস, দিলীপ, অর্জুন ও আমায় হত্যার চক্রান্ত হচ্ছে : মুকুল - একাধিক BJP নেতাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে মন্তব্য মুকুল রায়ের

BJP-র একাধিক নেতাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে বলে গতকাল শ্যামবাজারের ধরনা মঞ্চ থেকে অভিযোগ করেন BJP নেতা মুকুল রায় ৷

মুকুল রায়

By

Published : Sep 5, 2019, 1:37 AM IST

Updated : Sep 5, 2019, 2:37 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : হত্যার চক্রান্ত হচ্ছে । অভিযোগ করলেন মুকুল রায় । শুধু তিনি নন, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়কেও খুনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ মুকুলের । তাঁর কথায়, প্রথম টার্গেট অবশ্যই অর্জুন সিং । তারপরই রাজ্যস্তর ও কেন্দ্রীয়স্তরের নেতাদের টার্গেট করা হয়েছে ।

গতকাল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে একটি কর্মসূচিতে যোগ দেন মুকুল । সেখানে তিনি বলেন, "অর্জুন সিংকে প্রথম টার্গেট করা হয়েছে ৷ আমাকে, কৈলাসজি, দিলীপবাবু ও অর্জুন সিং-কে শুধু নয়, BJP-র একাধিক কার্যকর্তাকে খুন করার চক্রান্ত হচ্ছে ৷"

রবিবার (1 সেপ্টেম্বর) জগদ্দলে BJP কর্মী ও পুলিশের খণ্ডযুদ্ধ হয় । আক্রান্ত হন সাংসদ অর্জুন সিং । অভিযোগ, পুলিশের লাঠিচার্জে তাঁর মাথা ফাটে । অর্জুনের দাবি, খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাঁর মাথা ফাটিয়েছেন । যদিও এই অভিযোগ নস্যাৎ করে দেন রাজ্যের ADG জ্ঞানবন্ত সিং । তিনি সাংবাদিক বৈঠকে বলেন, "পুলিশের লাঠিচার্জে মাথা ফাটেনি । দলীয় কর্মীদের ছোড়া ইট বা পড়ে গিয়ে আঘাত পেয়েছেন সাংসদ ।" BJP নেতৃত্ব অবশ্য এই দাবি মানতে নারাজ । মুকুল বলেন, "ভাটপাড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যে মনোজ ভার্মা, জ্ঞানবন্ত সিং-এর বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ৷ ওঁদের জন্য আমাদের যে দরজায় ঠকঠকাতে হবে, আমরা সেখানেই যাব ৷"

Last Updated : Sep 5, 2019, 2:37 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details