কলকাতা, 24 জানুয়ারি : আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের পরেই রাজ্যের পৌর নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে । আর পৌরনিগমের পুনর্বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন BJP নেতা মুকুল রায় ৷ আজ BJP-এর একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যায় । রাজ্য BJP-এর নির্বাচনী কমিটির গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায় অভিযোগ করেন, আইন মেনে পৌরনিগমের পুনর্বিন্যাস করেনি নির্বাচন কমিশন । এতে ভোট পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে ।
এপ্রিলের প্রথম সপ্তাহে হতে চলেছে কলকাতা কর্পোরেশন নির্বাচন । রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে চলছে এমনই জল্পনা । সে ক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই । রীতি অনুযায়ী ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনও লিখিত চিঠি অবশ্য নির্বাচন কমিশন পায়নি । তবে কমিশন ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে । এই মুহূর্তে 93 পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে । ইতিমধ্যেই বেশকিছু পৌরসভা এবং পৌরনিগমের সেই কাজ সম্পন্ন হয়েছে । কলকাতাসহ 93 টিপৌরসভা এবং পৌরনিগমের 17 জানুয়ারি প্রকাশিত হয়েছে সংরক্ষণের খসড়া তালিকা । নিয়ম অনুযায়ী, ওইদিন থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই । 27 মার্চের পরে যে কোনও দিন ভোট নেওয়া যেতে পারে ।