কলকাতা, 8 সেপ্টেম্বর : এতদিন বঙ্গ-বিজেপির একাধিক দায়িত্ব সামলেছেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ এবার তাঁকে জাতীয়স্তরে বড় দায়িত্ব দিল বিজেপির (BJP) জাতীয় নেতৃত্ব ৷ তাঁকে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে (Uttarakhand Assembly Election) সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হল ৷ জাতীয়স্তরে এই প্রথম তিনি এত বড় কোনও দায়িত্ব পেলেন ৷
স্বাভাবিকভাবেই এই দায়িত্ব পেয়ে খুশি হুগলির সাংসদ ৷ তিনি বলেন, ‘‘দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব ৷’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি কাজ শুরু করে দিয়েছেন ৷ বুধবার সকালেই উত্তরাখণ্ডের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি ৷
আরও পড়ুন :Mukul Roy : সাক্ষাৎকারে আছেন, আদালতে নেই ; মুকুলের ‘অসুস্থতা’য় প্রশ্ন হাইকোর্টে
এই নিয়ে টুইট করেছেন তিনি ৷ সেখানে এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) এবং জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষকে ধন্যবাদও দিয়েছেন ৷
প্রসঙ্গত, আগামী বছর বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ বুধবার সকালে ওই রাজ্যগুলির জন্য পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক ঘোষণা করেছে বিজেপি ৷ উত্তরাখণ্ডে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে ৷ তাঁর সঙ্গে দু’জন সহ-পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ একজন লকেট ৷ আর দ্বিতীয়জন আরপি সিং ৷