কলকাতা, 26 অগস্ট : শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টা থেকে উপনির্বাচন-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ যে শিক্ষিকারা আত্মহত্যার চেষ্টা করলেন, তাঁদের প্রতি রাজ্য সরকারের সহমর্মিতা দেখানো উচিত বলে মনে করেন তিনি ৷ পাশাপাশি তাঁর কটাক্ষ, তৃণমূলের নেতারা তালিবানের (Taliban) মতো ব্যবহার করছেন ।
দিলীপের দাবি, ‘‘কতটা হতাশ হলে মানুষ প্রকাশ্যে অফিসের সামনে এসে বিষ খায় । কমপক্ষে সহমর্মিতা দেখান । আপনারা দিতে পারবেন না আমারা জানি ।’’ আর এই নিয়ে অমানবিক কথা বলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন ৷ তাঁর আরও বক্তব্য, ‘‘এরাজ্যে শিক্ষকদের কী অবস্থা ? বিষ খেতে হচ্ছে বেতন পাচ্ছেন না বলে । তাঁরা যেহেতু সরকারের বিরোধিতা করেছেন, তাঁদের বদলি করে দেওয়া হয়েছে ।’’
আরও পড়ুন :Sayantan Basu : পাঁচ শিক্ষিকার আত্মহত্যার চেষ্টার ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সায়ন্তন বসুর
এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন ত্রিপুরার (Tripura) প্রসঙ্গ ৷ তাঁর দাবি, সিপিএমের ভুল নীতির জন্য ওই রাজ্যে অনেকের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল ৷ আদালতও এই নিয়ে নির্দেশ দিয়েছিল ৷ তার পর বিষয়টি মানবিক দিক দিয়ে দেখে সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb) পুরো পরিস্থিতি সামলেছেন ৷
শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন সমর্থন না করলেও কেন এমন পরিস্থিতি তৈরি হল সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ ৷ পাশাপাশি তিনি বলেন, ‘‘সরকার যখন কথা শোনেন না তখন মানুষ আন্দোলন করে । কোর্টে যায় । আমার মনে হয়, সব রাস্তা পার হয়ে গিয়েছে । যখন তাঁরা বিষ খেয়ে প্রকাশ্যে আত্মহত্যা করতে যাচ্ছেন ।’’