নিউটাউন, 4 নভেম্বর : দীপাবলির উপহার হিসেবে পেট্রোপণ্যের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এর পর রাজ্য সরকারেরও পেট্রোপণ্যের উপর নেওয়া কর কমানো উচিত বলে মনে করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাই বৃহস্পতিবার সকালে বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি রাজ্য সরকারের কাছে পেট্রোপণ্যের উপর কর কমানোর দাবি তুলেছেন ৷
গতকাল, বুধবার সন্ধ্যায় খবর মেলে যে, পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর ধার্য হওয়া আবগারি শুল্ক কমাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ পেট্রলে লিটার পিছু 5 টাকা ও ডিজেলে লিটার পিছু 10 টাকা করে কমানো হয়েছে ৷ কেন্দ্রের পথ অনুসরণ করে বেশ কয়েকটি রাজ্যও পেট্রল-ডিজেলে কর কমিয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে এখনও পর্যন্ত তেমন কিছু ঘোষণা করা হয়নি ৷
আরও পড়ুন :Fuel Price: কেন্দ্রের পর জ্বালানির দাম আরও কমাল 10 বিজেপিশাসিত রাজ্য
সেই কারণে দিলীপ ঘোষের দাবি, দাম বাড়ছে বলে অনেকদিন ধরে সবাই বলছেন ৷ কেন্দ্রীয় সরকার কমিয়েছে ৷ রাজ্য সরকার বা অন্যান্য পার্টি যারা সমালোচনা করছে, তাদের ওই রাস্তায় হাঁটা উচিত মানুষের কষ্ট কমানোর জন্য ৷ শুধু কেন্দ্র কমালে হবে না ৷ রাজ্যের যে সেস আছে, সেটাও কমানো উচিত ৷
এছাড়া এদিন একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সমালোচনায় সরব হয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ, বেসরকারি হাসপাতালগুলিকে কম টাকা দেওয়া হচ্ছে ৷ প্রায় ছ’মাস ধরে কোনও টাকাই দেওয়া হয়নি ৷ একটা হাসপাতালে 67 কোটি টাকা বাকি আছে বলে তারা হাইকোর্টে যাবে বলছে । সরকারের কাছে যদি টাকা না থাকে, তাহলে কার্ড দিয়েছে কেন ?
আরও পড়ুন :Lalu Prasad Yadav : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর ফের দাম বাড়বে জ্বালানির, ভবিষ্যদ্বাণী লালুর