কলকাতা, 3 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বাঘিনী বলে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh Criticises Bengal CM Mamata Banerjee) । এদিন তিনি বলেন, ‘‘নারী কেন, উনি তো বাঘিনী । বাঘিনী আবার নারী হয় নাকি ? উত্তরপ্রদেশে গিয়ে আবার জেন্ডারও চেঞ্জ হয়ে গেল ?’’
বারাণসীতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি এই কথা বলেছেন ৷ তিনি আরও বলেন, ‘‘উনি তো প্রধানমন্ত্রী, রাজ্যপালকে কালো পতাকা দেখিয়েছেন, এবার দেখুন কালো পতাকা দেখলে কেমন লাগে ।’’
এছাড়া একাধিক বিষয়ে তিনি মন্তব্য করেছেন ৷ তার মধ্যে অন্যতম পৌর নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ভালো ফল (TMCs Landslide Win in Bengal Civic Polls 2022) ৷ এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘বিজেপি কোথাও ছিল না । গত লোকসভা বিধানসভায় এসেছে । তারা কেন আসতে পারেনি । উত্তরবাংলার লোক হিংসার রাজনীতি কখনও পছন্দ করেন না । দক্ষিণবাংলার রাজনীতি উত্তরবাংলার লোকেরা চান না । পুলিশ দিয়ে জোর করে পৌরসভা জিতেছে । ভোট করতে দিচ্ছে না । এই রাজনীতি নিয়ে হয়তো বাংলা দখল করা যাবে, বাংলার উন্নয়ন কখনও করা যাবে না ।’’
এবারের পৌর নির্বাচনে বামফ্রন্টের ফল সম্পর্কে মেদিনীপুরের সাংসদের মন্তব্য (Dilip Ghosh on Left Front Result in Municipal Elections), ‘‘আগে বামেদের দখলে ক’টা পৌরসভা ছিল, এখন ক’টা আছে । বামেরা দ্বিতীয় কেন প্রথম ছিল । এবারের যে ভোট করা হয়েছে, সেখানে বামেদের দ্বিতীয় করা হয়েছে । এখন সিপিআইএম-এর যা পরিস্থিতি, তাদেরকে ওষুধ খাইয়েও কিছু করা যাচ্ছে না । যেটা তৃণমূল চাইছে বাম দ্বিতীয় স্থানে থাকুক । কিন্তু মানুষ বামফ্রন্টকে আর স্বীকার করছেন না । নৈতিকভাবে জয় বিজেপির ।’’
সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ এবার পৌরভোটের ফলাফলে তাৎপর্যপূর্ণ হল নির্দল প্রার্থীদের জয়৷ আসন সংখ্যার নিরিখে সামগ্রিকভাবে শতাধিক আসনে জিতেছে নির্দল প্রার্থীরা ৷ বিজেপি, কংগ্রেস, সিপিএমের চেয়ে অনেক বেশি আসন পেয়েছে নির্দল প্রার্থীরা ৷ এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্য, ‘‘ভোট যেটা হয়েছে, সেটা তো ভোট হয়নি । যারা তৃণমূলের পুরনো লোক, বেশিরভাগ যারা সিন্ডিকেট চালায়, যারা প্রমোটার, যারা টাকা কামিয়েছে, তাদেরকে টিকিট দিয়েছে ৷ যারা পাইনি, তারা জোর করে দাঁড়িয়েছে এবং জিতেছে । যাদের সব লোকবল আছে তারাই ভোট করায় । যাদেরকে তৃণমূল টিকিট দেয়নি, বুঝতে পেরেছে লোকবল টাকা তাদের কাছেই আছে, তারাই ভোটটা করিয়েছে এবং জয়ী হয়েছে ।’’
কিন্তু বিজেপির ফল এত খারাপ হল কেন ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন (Dilip Ghosh on BJPs Result in Municipal Elections), ‘‘দেখতে পাবেন, যখন নির্বাচন আসবে । যেভাবে নির্বাচনের পরে 60 জনকে হত্যা করা হয়েছে । ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছে । কর্মীরা সব ভয় পেয়ে গিয়েছেন । ফিফটি পার্সেন্ট কর্মী ইলেকশনে বের হননি । স্বাভাবিক ভাবে আবার বের হলে মার খাবেন, মিথ্যা মামলায় ফাঁসানো হবে সেজন্য বের হননি । পরবর্তী সময়ে বেরোবেন পার্টি আবার সক্রিয় হবে ।’’
আরও পড়ুন :Mamata In Varanasi : 'গো-ব্যাক' স্লোগান উপেক্ষা করে দশাশ্বমেধ ঘাটের সিঁড়িতে বসেই আরতি দেখলেন মমতা