পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Complaint against Santantu Thakur : শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাল্টা নালিশ রাজ্য বিজেপির - Complaint against Santantu Thakur

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর-সহ বিক্ষুব্ধ বিজেপির নেতাদের বিরুদ্ধে দিল্লিতে পাল্টা নালিশ রাজ্য বিজেপির (BJP state unit files a complaint against Santantu Thakur to high command)। বিক্ষুব্ধ কমিটির বৈঠকের পরই রাজ্য বিজেপির তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর ৷

Complaint against Santantu Thakur
শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাল্টা নালিশ অমিতাভর

By

Published : Jan 18, 2022, 7:24 PM IST

Updated : Jan 18, 2022, 10:04 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব ক্রমশ আরও জোরাল হচ্ছে । এবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর-সহ বিক্ষুব্ধ বিজেপির নেতাদের বিরুদ্ধে দিল্লিতে পাল্টা নালিশ রাজ্য বিজেপির (BJP state unit files a complaint against Santantu Thakur to high command)। বিক্ষুব্ধ কমিটির বৈঠকের পরই রাজ্য বিজেপির তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর ৷

সম্প্রতি পোর্ট ট্রাস্টের অতিথিশালার বৈঠকে কোন কোন বিক্ষুব্ধ নেতা উপস্থিত ছিলেন, তার একটি তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে বলেও বিজেপি সূত্রে খবর। সূত্রের খবর, নালিশের পাল্টা দিল্লি থেকে রাজ্য বিজেপিকে বার্তাও দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সেখানে বলা হয়েছে, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত এখন ৷ নির্বাচন শেষ হলে এবিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সূত্রের দাবি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষকে এই অভিযোগ জানানো হয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এ বিষয়ে বলেন, "আমরা দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে যা জানানোর সমস্ত কিছু লিখিতভাবেই রিপোর্ট দিয়েছি। এখন কেন্দ্রীয় নেতৃত্বই যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।’’ অভিযোগপত্রে শান্তনু ঠাকুর-সহ 10 জন বিক্ষুব্ধ বিজেপি নেতার নাম রয়েছে।

আরও পড়ুন : Speculations over BJP new platform : শান্তনুর নেতৃত্বে নতুন মঞ্চের জল্পনা, যোগ দেবেন কারা?

দলের তরফে বলা হয়েছে, বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিজেপির বিক্ষুব্ধরা। চেষ্টা হচ্ছে দলের মধ্যে ভাঙন ধরানোর। দ্রুত কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবস্থা না নিলে দলের মধ্যেই ভাঙন তৈরি হবে। বিক্ষুব্ধদের বিরুদ্ধে ঝামেলা মেটানোর জন্য আগেই কেশব ভবন থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে বিজেপিকে। ইতিমধ্যেই বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

Last Updated : Jan 18, 2022, 10:04 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details