কলকাতা, 20 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশংসায় সোমবার দরাজ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ মঙ্গলবার সেই নিয়ে জবাব দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রীর মমতার কাছ থেকে কোনও শংসাপত্রের প্রয়োজন নেই ৷
পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) সহ-পর্যবেক্ষক অমিত মালব্য ওই টুইটে শুধু প্রধানমন্ত্রী নন, বিজেপি নেতাদের প্রসঙ্গও টেনেছেন অমিত ৷ জানিয়েছেন, বিজেপি নেতাদেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই ৷
প্রসঙ্গত, বাংলায় সিবিআই (CBI) ও ইডির (ED) তদন্ত নিয়ে অনেকদিন ধরেই সরব মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির বিরোধী বলেই তাঁর দলের নেতাদের কেন্দ্রীয় সরকার ইডি ও সিবিআই দিয়ে হেনস্তা করে বলেও তৃণমূল (Trinamool Congress) নেত্রীর অভিযোগ ৷ সোমবার ইডি-সিবিআইয়ের এই অতি সক্রিয়তা নিয়ে এক প্রস্তাব পাস হয় পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷
ওই প্রস্তাব পাসের তা নিয়ে আলোচনা হয় ৷ সেখানে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন৷ তবে জানান যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তার নেপথ্যে প্রধানমন্ত্রী রয়েছেন, এমনটা তিনি বিশ্বাস করেন না ৷ এসব করেন বিজেপির নেতারা ৷