কলকাতা, 8 মার্চ : তৃণমূল সরকারের বিরুদ্ধে দশ দফা চার্জশিট নিয়ে বাংলার মানুষের কাছে যাবে BJP । পৌরভোটকে সামলে রেখে তৃণমূল কংগ্রেস "বাংলার গর্ব মমতা" কর্মসূচি নিয়েছে । আজ ICCR-এ তৃণমূলের কর্মসূচির পালটা কর্মসূচি প্রকাশ করল রাজ্য BJP । 1 মার্চ অমিত শাহ শহিদ মিনার থেকে "আর নয় অন্য়ায়" স্লোগান দেন । এই স্লোগানকে সামনে রেখেই BJP-র কর্মসূচি ঠিক করল । এজন্য 15 মার্চ থেকে তৃণমূল সরকারের বিরূদ্ধে দশ দফা চার্জশিট নিয়ে মানুষের কাছে পৌঁছাবে BJP নেতৃত্ব । আজ বৈঠকের শেষে এক সাংবাদিক বৈঠকে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছে। "
তৃণমূলের পালটা কর্মসূচি নিল BJP
"বাংলার গর্ব মমতা" কর্মসূচিকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "মানুষ তাঁকে একসময় গ্রহণ করেছিল। এখন মানুষ তাঁকে রিজেক্ট করতে শুরু করেছে । উনিই শুরু। উনিই শেষ। আর কতবার তাঁকে প্রজেক্ট করা হবে ?" আজ ICCR-এ দিন সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, পৌরভোটে "আর নয় অন্যায়" -এর বিশেষ ক্যাম্পেন শুরু হয়েছে। আজ তৃণমূল সরকারের বিরুদ্ধে ১০ দফা বিশেষ চার্জশিটও ঘোষণা করেন তিনি । তিনি বলেন, "আর নয় অন্যায়ের প্রচারে আমরা ৫ কোটি মানুষের কাছে পৌছাব।" কলকাতা পৌরনিগম নির্বাচন নিয়ে প্রচার হবে ১৪৪ ওয়ার্ড ঘুরে। থাকবেন দলের সাংসদ, বিধায়ক সহ অন্য় নেতারা। ১৫ তারিখ কৈলাস বিজয়বর্গীয় প্রচারে অংশ নেবেন বলে জানান তিনি। জেলায় জেলায় এই কর্মসূচি হবে। আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে রণকৌশল ঠিক করতে আজ কলকাতায় ICCR-র অডিটোরিয়ামে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা সহ আরও অনেকে ।
প্রার্থীপদে পুরনোদের গুরুত্ব, রাজ্য় নেতারাও ভোটে দাঁড়াতে পারেন
পৌরভোটকে বিধানসভা নির্বাচনের আগে অ্যাসিড টেস্ট হিসাবে দেখছে BJP । সেজন্য প্রার্থী তালিকাতেও বেশ অভিনবত্ব আনতে চলেছে BJP । অন্যান্য দল থেকে BJP-তে যোগ দিলেই যে প্রার্থী হওয়া যাবে না তা দলের স্ট্যান্ড পয়েন্ট থেকে বোঝা গেল । মোট প্রার্থী তালিকার কেবলমাত্র ১৫ শতাংশ অন্য দল থেকে যাঁরা এসেছেন তাঁদের নেওয়া হবে । সমাজে বিভিন্ন ক্ষেত্রে নামী ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের জন্য় ১৫ শতাংশ জায়গা দেওয়া হবে । প্রার্থী তালিকায় পুরানোদেরই জয়জয়কার । BJP সূত্রে জানা গিয়েছে মূলত RSS-এর নির্দেশে দলে ৭০ শতাংশ আসনে পুরানোদের প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগম ভোটে রাজ্য BJP-র অনেক নামী নেতাদের প্রার্থী করা হবে বলে শোনা যাচ্ছে । এজন্য ওয়ার্ড ভিত্তিক সংগঠনে স্থানীয় প্রতিষ্ঠিত ব্যক্তিদের নেওয়া হবে । রাজ্য নেতাদের নিজেদের এলাকায সংগঠন তৈরি ও বোটে লড়ার বিষয়ে তৈরি থাকতে বলেছে কেন্দ্রীয় নেতৃত্ব ।
কোরোনা ভাইরাস ইশুতে দিলীপ ঘোষ বলেন, " এটা একটা ভয়ঙ্কর অসুখ। এটা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সমস্ত রাজ্যের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব জায়গায় রাজনীতি দেখেন। সেটা নিয়ে তিনি সমালোচনা করছেন। যাই হোক পরে মুখ্যমন্ত্রী এটা নিয়ে বুঝতে পেরেছেন। নবান্নে বৈঠক ডেকেছেন । আমি ভিডিয়োতে দেখলাম। কী ভাবে কোরোনা ভাইরাসকে আটকানো হবে সেটা নিয়েও মুখ্যমন্ত্রী দেখিয়েছেন । কী ভাবে নাকে হাত দিয়ে এটাকে আটকানো যায়। এইগুলি নিয়ে প্রচার হওয়া দরকার। যারা ডেঙ্গি সামলাতে পারে না। তারা বলছে এটা নিয়ে চিন্তার করার দরকার নেই ।"
CAA নিয়ে ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের
আজ পার্ক সার্কাসে CAA বিরোধী আন্দোলন নিয়েও ফের বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ । পার্ক সার্কাস ময়াদানে CAA বিরোধী আন্দোলন অনেকটাই খালি হতে শুরু করেছে। এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "দেখুন কোনও দিনই গতি ছিলও না। গতি আনার চেষ্টা করা হয়েছে। শাহিনবাগে যেদিন বিরিয়ানি বন্ধ হয়ে গেল, সেই দিন থেকেই সেখানে লোক কমতে শুরু করল। ঠিক তেমনই অবস্থা পার্ক সার্কাসে। গায়ের জোরে টাকা দিয়ে কিছু লোক কে বসিয়ে রাখা হয়েছে। তাই এই নাটকবাজিটা বেশিদিন চলে না। তাই সেটাই হয়েছে।"
BJP-র "আর নয় অন্য়ায়" কর্মসূচি তৃণমূলের রাজ্যসভার প্রার্থীরর নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মানুষ এই সমস্ত প্রার্থীদের রিজেক্ট করেছে। সেই প্রার্থীকেই প্রজেক্ট করছেন মুখ্যমন্ত্রী ।