পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bengal Civic Polls 2022 : পৌরসভা ভোটে রাজ্যজুড়ে সন্ত্রাস, লালবাজার অভিযানের ডাক বিজেপির

108টি পৌরসভায় চলছে নির্বাচন ৷ তাতেই লাগামছাড়া সন্ত্রাস হচ্ছে বলে অভিযোগ বিজেপির ৷ তার প্রতিবাদে এদিন দুপুরে লালবাজার অভিযানের ডাক দিল গেরুয়া শিবির (BJP protests against Civic Polls terror in Bengal) ৷

Bengal Municipal Elections 2022
লালবাজার অভিযানের ডাক বিজেপির

By

Published : Feb 27, 2022, 1:28 PM IST

Updated : Feb 27, 2022, 2:08 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : পৌরসভা ভোটে রাজ্যজুড়ে চলছে সন্ত্রাস । তার প্রতিবাদেই লালবাজার অভিযানের ডাক দিল বিজেপি (BJP protests against Civic Polls terror in Bengal) ৷ এদিন দুপুর দুটোয় অভিযান শুরু হবে । বঙ্গ বিজেপির সূত্রে জানা গিয়েছে, মিছিল শুরু হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৷ বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে ও বিজেপি কাউন্সিল সজল ঘোষের নেতৃত্বে এই অভিযান হবে বলে জানা গিয়েছে ।

বিজেপির দাবি, 108টি পৌরসভাতেই তৃণমূল সন্ত্রাস চালিয়েছে । নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি । পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । বিজেপির আরও দাবি, ভাটপাড়া, দক্ষিণ দমদম, দমদম, কামারহাটি, বরানগর-সহ দক্ষিণ 24 পরগনা জেলা-সহ একাধিক জায়গায় পৌরসভাগুলি পুরোপুরি দখল হয়ে গিয়েছে ।

বিজেপি কাউন্সিল সজল ঘোষ বলেন, "পুলিশ তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে । তাই আমাদের কাছে কোনও রাস্তায় নেই । তাই আমরা আজ শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানাতে আমরা আজ লালবাজার অভিযান করছি ৷"

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : ভোটের নামে প্রহসন, রাজ্য ধর্ষিত গণতন্ত্র ; নিন্দা সুকান্তর

Last Updated : Feb 27, 2022, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details