কলকাতা, 31 জুলাই :দিল্লি দখলের লক্ষ্যে কোমর বেঁধেছেন ‘বাংলার মেয়ে’ ৷ তাঁকে রুখতে তৎপরতা বাড়ছে গেরুয়া শিবিরেও ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ‘‘দেশের গণতন্ত্র বাঁচানোর তাগিদে’’ কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন ৷ আঞ্চলিক রাজনীতিক থেকে নিজেকে জাতীয়স্তরের নেত্রীতে উত্তীর্ণ করতে চেষ্টায় কোনও খামতি রাখছেন না ‘দিদি’ ৷ আর ঠিক তখনই তাঁর শাসনাধীন বাংলার ‘হিংসা বিধ্বস্ত’ ছবি গোটা ভারতের সামনে তুলে ধরার পরিকল্পনা হাতে নিয়েছে বিজেপি ৷ সূত্রের খবর, বাংলায় ‘ভোট পরবর্তী হিংসা’র বিস্তারিত বিবরণ সর্বসমক্ষে আনতে একটি তথ্যচিত্র তৈরি করতে চলেছে তারা ৷ যা জাতীয়স্তরে মমতা ও তাঁর প্রশাসনের ‘স্বরূপ’ প্রকাশ্যে নিয়ে আসবে ৷ অন্তত এমনই দাবি রাজ্য বিজেপি নেতৃত্বের ৷
আরও পড়ুন :Mamata Banerjee : দেশের গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে দু’মাস অন্তর দিল্লি যাবেন মমতা
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্য়োপাধ্য়ায় (Pratap Banerjee) এই প্রসঙ্গে জানিয়েছেন, শুধুমাত্র বাংলা নয় ৷ গোটা দেশের মানুষ পশ্চিমবঙ্গে কী হচ্ছে, তা জানতে পারবেন ৷ প্রতাপ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ৷ দিল্লিতে গিয়ে এক সপ্তাহ ধরে যাত্রাপালা করছেন ৷’’ অর্থাৎ, মমতার ভারত জয়ের পরিকল্পনায় জল ঢালতেই তাঁদের যে এই উদ্যোগ, তা গোপন করেননি প্রতাপ ৷ রাজ্য বিজেপির সহ-সভাপতি জানিয়েছেন, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই তথ্যচিত্রটি তৈরি করা হচ্ছে ৷ মূলত, বিজেপির আইটি সেল ছবিটি তৈরির দায়িত্বে থাকলেও এই কাজে বেশ কয়েকজন পেশাদার তথ্যচিত্র নির্মাতার সহযোগিতাও নেওয়া হতে পারে ৷
বিজেপির পরিকল্পনা হল, চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই দেশের বিভিন্ন রাজ্যে তাদের এই তথ্যচিত্র মানুষকে দেখানো ৷ এক্ষেত্রে ভাষা যাতে কোনও অন্তরায় না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাজ্য়ের মাতৃভাষাতেই ছবিটির ‘ডাবিং’ করা হবে ৷ প্রাথমিকভাবে অসম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং গুজরাতের মতো বিজেপি শাসিত রাজ্যগুলির মানুষকেই দর্শক হিসাবে বেছে নেওয়ার কথা ভাবা হয়েছে ৷