কলকাতা, 21 ফেব্রুয়ারি : ভাষা দিবসে কলকাতায় পা রেখে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুর চড়িয়ে বার্তা দিলেন CAA বিরোধী অন্যতম মুখ তথা স্বরাজ অভিযান দলের প্রধান যোগেন্দ্র যাদব । বললেন, "হিন্দি, হিন্দু, হিন্দুস্থান করতে চাইছে BJP । হিন্দি, হিন্দু ও হিন্দুস্থান দিয়ে ভারতবর্ষ হবে না ।"
হিন্দি, হিন্দু, হিন্দুস্থান করতে চাইছে BJP, অভিযোগ যোগেন্দ্র যাদবের - Yogendra Yadav on CAA
CAA নিয়ে কেন্দ্র ধর্মীয় বিভেদের চেষ্টা করছে । আগেও বহুবার এমন অভিযোগ উঠেছে । আজ ফের কেন্দ্রের বিরুদ্ধে একই অভিযোগ আনলেন স্বরাজ অভিযান দলের প্রধান যোগেন্দ্র যাদব ।
ভাষা দিবসে কার্যত মুখোমুখি হলেন CAA বিরোধী আন্দোলনের দুই অন্যতম প্রধান মুখ । একজন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য জন হলেন স্বরাজ অভিযান দলের সুপ্রিমো যোগেন্দ্র যাদব । দেশপ্রিয় পার্কের ভাষা দিবসের মঞ্চে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি । গোটা অনুষ্ঠানে ছিল CAA বিরোধী সুর । তাতে শামিল হন যোগেন্দ্র যাদবও । অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দেন আজ ।
মঞ্চ ছাড়ার পরও সেই একই সুরে BJP-র বিরুদ্ধে সরব হন তিনি । কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনেন, "দেশটাকে হিন্দি, হিন্দু, হিন্দুস্থান করতে চাইছে BJP । হিন্দি, হিন্দু ও হিন্দুস্থান দিয়ে ভারতবর্ষ হবে না । দেশে অনেক ভাষা । বৈচিত্রের মধ্যে ঐক্য এই ভারত । শুধুমাত্র কোনও একটা ভাষাকে রাষ্ট্র ভাষা করা হতে পারে না।" আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই অনুষ্ঠানে CAA বিরোধী আন্দোলনের দুই প্রধান মুখের একসঙ্গে আসাটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ।