পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP কোনও রাজনৈতিক দল নয়, সন্ত্রাসবাদীর দল; আক্রমণ ফিরহাদের - সন্ত্রাসের আবহ তৈরি করতে চায় BJP

BJP দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাতের মতো এখানেও সন্ত্রাসের আবহ তৈরি করতে চায় ৷ BJP-র নবান্ন অভিযান নিয়ে এভাবেই কড়া সমালোচনা করলেন ফিরহাদ হাকিম ৷

firhad hakim
ফিরহাদ হাকিম

By

Published : Oct 8, 2020, 3:48 PM IST

কলকাতা, 8 অক্টোবর: BJP কোনও রাজনৈতিক দল নয় ৷ সন্ত্রাসবাদীদের দল ৷ বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

BJP-র নবান্ন অভিযান ঘিরে আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া ময়দান থেকে শুরু করে একাধিক এলাকা । দফায় দফায় পুলিশ ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে জলকামান ব্যবহার করে পুলিশ ৷ ফাটানো হয় কাঁদানে গ্য়াসের শেলও ৷ এই নিয়ে ফিরহাদ হাকিম বলেন, "BJP যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাতে সন্ত্রাস চালিয়েছে ঠিক তেমনই সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে বাংলাতেও । বাংলার শান্ত পরিবেশকে অশান্ত করতে চায় এই সন্ত্রাসবাদীদের দল । মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে ক্ষমতায় আসতে চাইছে এই তারা।"

তিনি বলেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা নিতে । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যা প্রয়োজন তা করবে পুলিশ । যা চলছে তা বরদাস্ত করা হবে না। তিনি বলেন," BJP কোনও রাজনৈতিক দল নয় । আর কোনও রাজনৈতিক দলের আন্দোলনে গুলি-বোমা চলে না । আগ্নেয়াস্ত্র থাকে না । গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সকলের রয়েছে ৷ কিন্তু আন্দোলনের নামে এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না ৷"

ফিরহাদ হাকিম

তাঁর অভিযোগ, BJP উত্তরপ্রদেশের মতো এখানেও বাহুবল প্রদর্শন করে মানুষকে ভয় দেখিয়ে ভীত-সন্ত্রস্ত করতে চাইছে। কোনও রাজনৈতিক দল গুলি-বোমা চালায় না। BJP-র নবান্ন অভিযান নিয়ে আন্দোলনকে তৃণমূল মোটেই ভয় পায় না বলে মন্তব্য করেন তিনি ৷ বলেন," BJP এখন ফাঁকা মাঠে গোল করছে। আমরা সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন করেছি ৷ তখন যে ভয়াবহ পরিবেশ ছিল তা কল্পনাও করতে পারে না BJP । এগুলোকে কখনই আন্দোলন বলা যায় না । এগুলো সন্ত্রাসবাদী দলের গুন্ডামি ছাড়া আর কিছুই নয় ৷"

ABOUT THE AUTHOR

...view details