কলকাতা, 8 অগস্ট : আগামিকাল অর্থাৎ সোমবার থেকে ফের রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে বিজেপি । টানা সাতদিন ধরে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ নামে একাধিক আন্দোলন কর্মসূচি চলবে । জানানো হয়, মশাল মিছিল দিয়ে আন্দোলনের সূচনা করা হবে । রাজ্যে ভোট-পরবর্তী হিংসা ও ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিজেপির 39টি সাংগঠনিক জেলায় মশাল মিছিল করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে । এই দিনেই বিজেপি শহিদ দিবস কর্মসূচিও পালন করবে । বিজেপির 182জন কার্যকর্তা এখনও পর্যন্ত রাজনৈতিক হিংসায় বলি হয়েছেন । তাঁদের বিশেষ শ্রদ্ধাঞ্জলিও জানানো হবে ।
বিজেপি সূত্রে খবর, আগামিকাল উত্তর ও দক্ষিণ কলকাতায় মশাল মিছিল করবে বিজেপির যুব মোর্চা । দক্ষিণ কলকাতায় শ্যামাপদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু করবে যুব মোর্চা । উত্তর কলকাতায় মুরলীধর সেন লেনের সদর কার্যালয় থেকে বল্লভ ভাই প্যাটেল মূর্তি পর্যন্ত মশাল মিছিল হবে ।