পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

bjp movement : সোমবার থেকে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে বিজেপি - তৃণমূল কংগ্রেস

আগামিকাল অর্থাৎ সোমবার থেকে রাজ্যজুড়ে শাসকদলের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে বিজেপি ৷ গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ নামে একাধিক আন্দোলন কর্মসূচি চলবে আগামী সাতদিন । আগামিকাল এই আন্দোলন মশাল মিছিল দিয়ে শুরু হবে ৷

তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে বিজেপি
তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে বিজেপি

By

Published : Aug 8, 2021, 9:59 PM IST

কলকাতা, 8 অগস্ট : আগামিকাল অর্থাৎ সোমবার থেকে ফের রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে বিজেপি । টানা সাতদিন ধরে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ নামে একাধিক আন্দোলন কর্মসূচি চলবে । জানানো হয়, মশাল মিছিল দিয়ে আন্দোলনের সূচনা করা হবে । রাজ্যে ভোট-পরবর্তী হিংসা ও ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিজেপির 39টি সাংগঠনিক জেলায় মশাল মিছিল করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে । এই দিনেই বিজেপি শহিদ দিবস কর্মসূচিও পালন করবে । বিজেপির 182জন কার্যকর্তা এখনও পর্যন্ত রাজনৈতিক হিংসায় বলি হয়েছেন । তাঁদের বিশেষ শ্রদ্ধাঞ্জলিও জানানো হবে ।

বিজেপি সূত্রে খবর, আগামিকাল উত্তর ও দক্ষিণ কলকাতায় মশাল মিছিল করবে বিজেপির যুব মোর্চা । দক্ষিণ কলকাতায় শ্যামাপদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু করবে যুব মোর্চা । উত্তর কলকাতায় মুরলীধর সেন লেনের সদর কার্যালয় থেকে বল্লভ ভাই প্যাটেল মূর্তি পর্যন্ত মশাল মিছিল হবে ।

মূলত একুশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বুথস্তরের কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে । অনেক কর্মী-সমর্থকই বাড়িতে বসে গিয়েছেন । তাঁদের চাঙ্গা করতেই টানা সাত দিন ধরে কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি ।

এবিষয়ে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, "আগামিকাল রাজ্যজুড়ে মশাল মিছিল হবে । পুলিশ-প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করবে । এই বাধাকে উপেক্ষা করেই রাজ্যজুড়ে এই মশাল মিছিল সফল করা হবে । শুধু কলকাতা নয়, জেলায় জেলায় যুব মোর্চার কর্মী-সমর্থকরা এই আন্দোলনে সামিল হবেন ।"

আরও পড়ুন : Tripura TMC : তৃণমূল নেতাদের জামিন, ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাতের ডাক অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details