পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শনিবার দলের বিধায়কদের জন্য প্রশিক্ষণ শিবির বিজেপির

শুভেন্দু অধিকারীর প্রস্তাব মাফিক দলীয় বিধায়কদের জন্য প্রশিক্ষণ শিবির করছে বিজেপি ৷ শনিবার সকাল 11 টা থেকে বিজেপির হেস্টিংসের কার্যালয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে ৷ উদ্বোধন করবেন দিলীপ ঘোষ ৷

BJP is conducting training camp for party MLAs
দলের বিধায়কদের জন্য প্রশিক্ষণ শিবির করছে বিজেপি

By

Published : Jun 30, 2021, 8:13 PM IST

কলকাতা, 30 জুন :এবার নতুন বিধায়কদের বিশেষ প্রশিক্ষণ দিতে চলেছে বিজেপি ৷ শনিবার বিজেপির হেস্টিংসের কার্যালয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে ৷ দলীয় সূত্রের খবর, সকাল 11 টা থেকে এই প্রশিক্ষণ শিবির শুরু হবে ৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রশিক্ষণ শিবিরের সূচনা করবেন ৷ দলের রাজ্যস্তরের হেভিওয়েট নেতারা যেমন এই শিবিরে থাকবেন, তেমনই শমীক ভট্টাচার্যের মতো অভিজ্ঞ ও প্রাক্তন বিধায়কও যোগ দেবেন এই আয়োজনে ৷

আরও পড়ুন :বঙ্গ বিজেপির বৈঠকে অনুপস্থিত কৈলাস-রাজীব, বাড়ছে জল্পনা

সূত্রের খবর, বিজেপির নির্বাচিত 74 জন বিধায়ককেই জরুরি ভিত্তিতেই তলব করা হয়েছে শনিবার ৷ উত্তরবঙ্গের বিধায়কদেরও এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে ৷ রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই প্রশিক্ষণ শিবির পরিচালিত হবে ৷

বিজেপির বর্তমান 74 জন বিধায়কের মধ্যে অধিকাংশই নতুন ৷ তাঁদের অভিজ্ঞতা খুবই কম ৷ তাই তাঁরা বিধানসভায় বিরোধী আসনে বসলেও কীভাবে সরকারের বিরোধিতা করতে হবে, তার সঙ্গে পরিচয় নেই তাঁদের ৷ এছাড়াও, বিধানসভা অধিবেশনের বির্তকে কীভাবে অংশ নিতে হবে, টিকা কেলেঙ্কারি থেকে শুরু করে ভোট পরবর্তী সন্ত্রাসের মতো ইস্যুতে কীভাবে রাজ্য সরকারের সমালোচনা করতে হবে, এই সমস্ত কিছুই বিধায়কদের শেখানো হবে ৷ শনিবার সারাদিন ধরে চলবে সেই প্রশিক্ষণ ৷

আরও পড়ুন :Dilip Ghosh : ভোটের পর বঙ্গে কাশ্মীরের থেকেও বেশি হিংসা হয়েছে, দাবি দিলীপের

বিজেপি সূত্রে খবর, দলীয় নেতৃত্বে চাইছে এই শিবিরে অভিজ্ঞ ও প্রাক্তন কিছু বিধায়ক নতুনদের ক্লাস নিন ৷ এই প্রশিক্ষণ শিবিরের প্রস্তাব দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ABOUT THE AUTHOR

...view details