পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে : দিলীপ ঘোষ - BJP

পাঁচ দফা দাবিতে আজ প্রায় 22টি জেলাতেই BJP-র জেলা সভাপতিদের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। বেশিরভাগ জেলায় জেলা সভাপতিদের গ্রেপ্তার করে পুলিশ ।

BJP
দিলীপ ঘোষ

By

Published : May 5, 2020, 9:00 PM IST



কলকাতা, 5 মে : রেশনে দুর্নীতির অভিযোগে ও পাঁচ দফা দাবিতে আজ ফের রাজ্যজুড়ে DM, SDO ও BDO অফিসের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভে সামিল হল BJP। সল্টলেকে নিজের বাসভবনে প্রতীকী অবস্থান-বিক্ষোভে সামিল হন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

পাঁচ দফা দাবিতে আজ প্রায় 22টি জেলাতেই BJP-র জেলা সভাপতিদের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। বেশিরভাগ জেলায় জেলা সভাপতিদের গ্রেপ্তার করে পুলিশ। কলকাতায় আলিপুরের জেলাশাসকের অফিসেও আজ স্মারকলিপি দেওয়া হয়। জলপাইগুড়ি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতিকে গ্রেপ্তার করা হয় । জেলাশাসকদের দেওয়া স্মারকলিপির সঙ্গে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের একটি তালিকাও তুলে দেওয়া হয়।




এই বিষয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আজ সারা রাজ্যে BJP-র কার্যকর্তারা বিক্ষোভ প্রর্দশন করেছেন BDO,SDO ও DM অফিসের সামনে। কারণ একটাই, পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এক মাসের বেশি সময় ধরে লকডাউনের মধ্যে সাধারণ মানুষের হাতে রেশন তুলে দেওয়া হচ্ছে না। মানুষ কোরোনা টেস্ট করাতে হাসপাতালে গেলেও বাধ্য হয়ে বাড়ি ফিরে আসছে। অনেকে মারা যাচ্ছে। কিন্তু তাঁদের পরীক্ষার কোনও ব্যবস্থা নেই। পশিমবঙ্গে কোরোনা টেস্টের সংখ্যা সব থেকে কম। আর মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি।"


দিলীপবাবু আরও বলেন, "পুলিশ লকডাউন কার্যকর করতে ব্যর্থ হচ্ছে। পুলিশকেই এখন আক্রমণ করা হচ্ছে। যাঁরা পুলিশকে আক্রমণ করছেন, তাঁদের বাড়িতেই পুলিশ চাল, ডাল দিয়ে আসছে। এই পুলিশকে কি কেউ মানবে? এর প্রতিবাদ জানাতে যখন জেলাশাসককে স্মারকলিপি দিতে যাচ্ছি তখন আমাদেরই পুলিশ আক্রমণ করছে। "

ABOUT THE AUTHOR

...view details