কলকাতা, 17 জানুয়ারি : অভিনেত্রী অপর্ণা সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায় ৷ এফআইআর করলেন বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি কল্যাণ চৌবে (BJP files police complaint against Aparna Sen on her BSF remarks) ৷ বিএসএফকে ‘খুনি’-‘ধর্ষক’ বলার অভিযোগের সুরাহা চেয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন বিজেপির কল্যাণ ৷
যদিও অপর্ণা সেনের এই মন্তব্যটি পুরনো ৷ গত 16 নভেম্বর ওই মন্তব্য করেছিলেন অপর্ণা সেন ৷ সেই নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ কিন্তু প্রশ্ন উঠছে, কেন অপর্ণা সেন এমন একটি মন্তব্য করেছিলেন ? আর কেনই বা বিজেপি প্রায় দু’মাস পর এই নিয়ে পুলিশের দ্বারস্থ হল ?
অপর্ণা সেনের এই মন্তব্য যখন করেন, তখন সারা দেশে বিএসএফের কাজের সীমা বৃদ্ধি বিতর্ক চলছে ৷ পঞ্জাবের কংগ্রেস সরকার এই নিয়ে আপত্তি তোলে ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আপত্তি তুলেছিলেন ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই নিয়ে চিঠিও লেখেন ৷ সেই সময় এক সাংবাদিক বৈঠকে বিএসএফের কাজের সীমা বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন অপর্ণা ৷ তখনই ওই মন্তব্য করেন বলে অভিযোগ ৷