পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Paresh Chandra Adhikary: মন্ত্রিসভার রদবদলের দিনই পরেশকে মন্ত্রিত্ব থেকে সরাতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি - মন্ত্রিসভার রদবদলের দিনই পরেশকে মন্ত্রিত্ব থেকে সরাতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

আজ, বুধবার মন্ত্রিসভার রদবদল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তার আগেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করল বিজেপি ৷ তাদের দাবি, শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে সরাতে হবে পরেশ অধিকারীকে (Bengal Minister Paresh Chandra Adhikary) ৷

bjp-files-pil-in-calcutta-hc-demanding-removal-of-paresh-adhikary-from-mamata-cabinet
Paresh Chandra Adhikary: মন্ত্রিসভার রদবদলের দিনই পরেশকে মন্ত্রিত্ব থেকে সরাতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

By

Published : Aug 3, 2022, 1:28 PM IST

কলকাতা, 3 অগস্ট : মন্ত্রিসভায় আজই রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ আর সেই দিনই তাঁর সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Bengal Minister Paresh Chandra Adhikary) মন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা করল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা ।

পরেশ অধিকারী বেআইনি ভাবে নিজের মেয়েকে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন অভিযোগ ৷ ইতিমধ্যেই তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে অপসারণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly) । পাশাপাশি ববিতা সরকার নামে একজনকে বঞ্চিত করে অঙ্কিতাকে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ৷ সেই ববিতা আদালতের নির্দেশে ইতিমধ্যেই অঙ্কিতার জায়গায় চাকরিতে যোগ দিয়েছেন ৷ ববিতাকে 40 মাসের বেতনও ফেরত দিতে অঙ্কিতাকে নির্দেশ দিয়েছে আদালত ৷

এই নিয়ে সিবিআইয়ের (CBI) জেরার মুখেও পড়তে হয়েছে পরেশ অধিকারীকে ৷ তার পর থেকে তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে সরব হয়েছে বিরোধীরা ৷ এবার তাঁকে সরানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷

যদিও তৃণমূল কংগ্রেসের একটি সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পর সতর্ক শাসক দল ৷ তাই সরকারে দুর্নীতির ছোঁয়াচ এড়াতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই কারণে বুধবার যে রদবদল হবে, সেখানে পরেশ অধিকারীর বাদ পড়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে শেষ মুহূর্তে কেন এই মামলা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

তবে রাজনৈতিক মহল বলছে, এই মামলা আসলে বিজেপির তরফে দেওয়া সূক্ষ রাজনৈতিক চাল ৷ যদি পরেশকে আজ মমতা তাঁর মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেন, তাহলে বিজেপি বলতে পারবে যে মামলা করাতেই পরেশকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হল ৷ তখন বিষয়টিকে গেরুয়া শিবির নিজেদের রাজনৈতিক জয় হিসেবে প্রচার করতে পারবেন ৷

তাই এই মামলার শুনানি হয়, নাকি শুনানির আগেই পরেশের মন্ত্রিত্ব যায়, তা জানার জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা ৷

আরও পড়ুন :Speculation Over New Cabinet: মমতার সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন মুখ কারা ! বাড়ছে জল্পনা

ABOUT THE AUTHOR

...view details