কলকাতা, 18 জুলাই: আসন্ন ভোট মরশুমের (পঞ্চায়েত নির্বাচন 2023 এবং লোকসভা নির্বাচন 2024) আগেই পশ্চিমবঙ্গে সংগঠনের ভিত যত দূর সম্ভব মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ তাদের নির্দেশ, সোশ্য়াল মিডিয়ায় প্রচার এবং 'মিসড কল' দিয়ে সদস্য সংগ্রহের পাশাপাশি মানুষের দরজায় দরজায় ঘুরে জনমত তৈরির (BJP Door to Door Campaign) কাজ করতে হবে ৷ সেই মতোই দলের নিচুতলার কর্মী ও নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি সূত্রের ৷
প্রসঙ্গত, রাজনৈতিক কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে অন্য়ান্য দলের তুলনায় বরাবরই এগিয়ে থেকেছে বিজেপি ৷ কিন্তু, শুধুমাত্র ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে গ্রাম বাংলার তৃণমূলস্তরে পৌঁছনো সম্ভব নয় বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ আর সেই কারণেই জনসংযোগের অন্যতম প্রাচীন পদ্ধতিতে জোর দিচ্ছে গেরুয়া শিবির ৷ আমজনতার দোরগোড়ায় পৌঁছে তাঁদের সুখ-দুঃখের কথা শুনতে চাইছে বিজেপি নেতৃত্ব ৷ এই পরিকল্পনা সফল হলে পঞ্চায়েত ভোটে দলের লাভ হবে বলেই মনে করছে তারা ৷