পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভোটে হেরে মানুষকে বিভ্রান্ত করতেই আদালতে মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের

নন্দীগ্রামে ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেই নির্বাচনের পুনর্গণনার দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী ৷ এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

bjp dilip ghosh slams mamata banerjee on recounting case of nandigram poll
ভোটে হেরে মানুষকে বিভ্রান্ত করতেই আদালতে মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের

By

Published : Jun 18, 2021, 6:16 PM IST

কৃষ্ণনগর, 18 জুন : নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিয়ে ফের কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী হেরে গিয়েছেন সেটা মেনে নিতে পারছেন না ৷’’

এবার বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনে সম্মুখসমরে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী ৷ সেই লড়াইয়ে জিতেছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন :শুভেন্দুর দলত্যাগ বিরোধী আইনের হুঁশিয়ারি কতটা বাস্তব ?

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফল ঘোষণার দিনই এই নিয়ে কারচুপির অভিযোগ করেছিলেন ৷ কারণ, প্রথমে জানা গিয়েছিল যে তৃণমূল নেত্রী জিতেছেন ৷ পরে জানা যায় যে জিতেছেন শুভেন্দু ৷ তাও এক হাজারের কিছু বেশি ভোটে ৷ গত 2 মে এই নিয়ে আদালতের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ৷

সেই মতো কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি নন্দীগ্রামে ভোটের পুনর্গণনার দাবি জানিয়েছেন ৷ আজ, শুক্রবার সেই নিয়ে শুনানি হওয়ার কথা কলকাতা হাইকোর্টে ৷ কিন্তু সেই শুনানি আজ হয়নি ৷ পরে শুনানি হবে জানা গিয়েছে ৷

দিলীপ ঘোষের বক্তব্য

আরও পড়ুন :মুকুলের পথে ঘরে ফিরে সুদীপ কি ত্রিপুয়ায় তৃণমূলের সুদিন ফেরাবেন ?

এই বিষয়টি নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হেরে গিয়েছেন সেটা মেনে নিতে পারছেন না ৷’’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘‘তাই মানুষকে বিভ্রান্ত করতেই আদালতে যাচ্ছেন ।’’

এদিন নদীয়ার কৃষ্ণনগরে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানে দলের সাংগঠনিক বৈঠক ছিল ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ একই সঙ্গে তিনি জানান, হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ৷ তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায় ৷ অথচ মেদিনীপুর তার নিজের মেয়েকে চায় না, সেটা প্রমাণ করে দিয়েছে ।

আরও পড়ুন :Dilip-Mukul : নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত মুকুলের, মন্তব্য দিলীপ ঘোষের

ABOUT THE AUTHOR

...view details