পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক কলকাতার ভোট, কমিশনে জানাল বিজেপি - BJP demands Central Force for KMC Election 2021

সোমবার রাজ্য নির্বাচন কমিশনে যায় বিজেপি ৷ সেখানে তারা দাবি তোলে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক কলকাতার ভোট (BJP demands Central Force for KMC Election 2021) ৷

bjp demands central force for kmc election 2021
KMC Election 2021 : কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক কলকাতার ভোট, কমিশনে জানাল বিজেপি

By

Published : Nov 29, 2021, 7:49 PM IST

কলকাতা, 29 নভেম্বর : কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই করতে হবে কলকাতা পৌরনিগমের নির্বাচন (BJP demands Central Force for KMC Election 2021) ৷ সোমবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে এমনই দাবি তোলা হয়েছে বিজেপির তরফে ৷ এদিন গেরুয়া শিবিরের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন (bjp-state election commission meeting) ৷ সেখানেই তাঁরা এই দাবি জানিয়েছেন ৷ কমিশনের কাছে তাঁরা এই নিয়ে লিখিত চিঠিও জমা দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

এদিন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, "কেন্দ্রীয় বাহিনী চাই । যেভাবে বিধানসভায় ভোট ও ভোট পরবর্তী সন্ত্রাস দেখেছি, তা-নিয়ে আমরা উদ্বিগ্ন । তাই আমাদের দাবি যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনও ভাবেই সম্ভব নয় কলকাতায় পুরভোট ।’’ শিশির বাজোরিয়া জানান যে বিষয়টি নিয়ে কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ।

কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC Election 2021) আগামী 19 ডিসেম্বর ৷ তবে রাজ্যের পৌর নির্বাচন নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলা বিজেপির তরফে দায়ের করা হয়েছে ৷ সেখানে রাজ্যের শতাধিক পৌরসভা ও বেশ কয়েকটি পৌরনিগমের ভোট একসঙ্গে করার দাবি জানানো হয়েছে ৷

শিশির বাজোরিয়ার বক্তব্য

আরও পড়ুন :KMC Election 2021 : কলকাতার ভোটে চমকহীন প্রার্থী তালিকায় ’বিশ্বাসযোগ্যরাই’ ভরসা বিজেপির

সেই মামলা বিচারাধীন ৷ আগামী বুধবার পরবর্তী শুনানি ৷ কিন্তু আদালতে লড়াই চালালেও বিজেপি নির্বাচনী ময়দানে রয়েছে বলে এদিন স্পষ্ট করে দিয়েছে গেরুয়া শিবির ৷ এদিনই বিজেপির প্রার্থী তালিকা সামনে এসেছে ৷ অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে দাঁড়য়ে শিশির বাজোরিয়া বললেন, ‘‘আমরা আদালতেও আছি, ময়দানে আছি ।’’

ABOUT THE AUTHOR

...view details