কলকাতা, 13 সেপ্টেম্বর : স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করানোর দাবিতে আবারও রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি ৷ তিন বিধানসভা কেন্দ্রেই 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর দাবি জানিয়েছেন অর্জুন সিং-রা ৷ আজ সেই দাবি সহ আরও বেশ কিছু অভিযোগ নিয়ে বিজেপি নেতারা মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করেন ৷
এ দিন বিজেপির তরফে অর্জুন সিং জানান, ‘‘করোনার মধ্যেও জোর করে চাপিয়ে দেওয়া হল উপনির্বাচন ৷ লকডাউনে কোভিডবিধি কিছুটা শিথিল হলেও এখনও রয়েছে কড়াকড়ি ৷ তা সত্ত্বেও এই নির্বাচন হতে চলেছে ৷’’ তিনি জানিয়েছেন, বিধানসভা ভোটের সময়ের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে, এবারেও তিন আসনের 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানানো হয়েছে কমিশনের কাছে ৷ এ বিষয়ে অর্জুন সিং বলেন, ‘‘তিন আসনেই 40 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি আমরা ৷’’