পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Municipal Corporation Elections 2022 : করোনার বাড়বাড়ন্তে পৌরভোট পিছনোর দাবি বিজেপি'র, পাল্টা কটাক্ষ তৃণমূলের - Municipal Corporation Elections 2022

রাজ্যে বেড়ে চলা করোনা সংক্রমণের কারণে পৌরভোট এক মাস পিছিয়ে দেওয়ার দাবি বিজেপি'র (BJP demands 1 month postponement of municipal corporation elections amid corona situation) ৷ গঙ্গাসাগর মেলাতেও নিয়ন্ত্রণ চায় গেরুয়া শিবির ৷ পাল্টা কটাক্ষ তৃণমূলের ৷

Municipal Elections 2022
বাড়ছে করোনা, পৌর ভোট পিছনোর দাবি বিজেপি'র

By

Published : Jan 7, 2022, 12:10 PM IST

Updated : Jan 7, 2022, 1:47 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: রাজ্যে রকেট গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ ৷ এই অবস্থায় রাজ্যের চার পৌরসভার আসন্ন নির্বাচন অন্তত 1 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানাল রাজ্য বিজেপি (BJP demands 1 month postponement of municipal corporation elections amid corona situation) ৷ শুক্রবার বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্য বলেন, "রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে ৷ করোনা পরিস্থিতিতে প্রচার করা সম্ভব হচ্ছে না ৷ করোনায় আক্রান্ত শাসক-বিরোধী সব পক্ষের নেতারা ৷ ভোট যদি না পিছোয় তাহলে সংক্রমণ আরও বাড়তে পারে ৷ পুলিশ কর্মীরাও আক্রান্ত হচ্ছেন ৷ এই পরিস্থিতিতে ভোট অন্তত এক মাস পিছিয়ে দেওয়া হোক ৷"

পাশাপাশি এদিন গঙ্গাসাগর মেলায় নিয়ন্ত্রণের দাবিও তুলেছেন শমীক ভট্টাচার্য ৷ এদিন তিনি বলেন, "ইতিমধ্যেই সাধারণ মানুষ, পুলিশ, স্বেচ্ছাসেবক মিলিয়ে প্রায় 45 হাজার মানুষের সমাগম হয়েছে সাগর মেলা, কপিলমুনি আশ্রম এলাকায় ৷ ফলে সেখানেও সংক্রমণ ছড়ানোর ভয় থাকছে ৷ তাই রাজ্য সরকারের উচিত মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত না দিয়ে এই মেলার লোকসমাগম, মেলার পরিসর নিয়ন্ত্রণ করা ৷"

করোনার বাড়বাড়ন্তে পৌরভোট পিছনোর দাবি বিজেপি'র

আরও পড়ুন : লাটসাহেবের মেজাজে চলছে তৃণমূল সরকার, কটাক্ষ সুজন চক্রবর্তীর

বিজেপির এদিনের ভোট পিছনোর দাবিকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় এই প্রসঙ্গে বলেন, "ভোটে হেরে যাওয়ার ভয়ে এসব কথা বলছে বিজেপি ৷ 5 রাজ্যের ভোট বন্ধ করার কথা বলুক বিজেপি ৷ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে মানুষ ৷ তৃণমূল কমিশনের নির্দেশ মেনে চলবে, বিধি মেনে প্রচার হবে ৷"

আগামী 22 জানুয়ারি বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগরে পৌরভোট হওয়ার কথা রয়েছে ৷ কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে বিজেপি'র এদিনের দাবির পর কমিশন কি সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার ৷

Last Updated : Jan 7, 2022, 1:47 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details