কলকাতা, 2 ডিসেম্বর : কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) দিয়েই কলকাতায় পৌর নির্বাচন করাতে হবে (KMC Election 2021) ৷ বৃহস্পতিবার এই দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি প্রতিনিধিরা (BJP Delegates at State Election Commission) ৷ তাঁদের সাফ কথা, নির্বাচন কমিশন যদি পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করে, তাহলে আদালতে মামলা করবেন তাঁরা ৷ কারণ, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সুষ্ঠভাবে হওয়া সম্ভব নয় বলে দাবি গেরুয়া শিবিরের ৷
আরও পড়ুন :KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পৌরনির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি
এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে আসে বিজেপি প্রতিনিধিদের একটি দল ৷ সেই দলে ছিলেন অর্জুন সিং (Arjun Singh), অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)-সহ অন্য নেতারা ৷ অর্জুনের বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা হলেও তারা রাজ্য সরকারের হাতের পুতুলে পরিণত হয়েছে ৷ তাই নির্বাচনে কোনও অশান্তি হলে কমিশন কতটা তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে, তা নিয়ে সন্দিহান বিজেপি ৷ সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট করানোর দাবি তুলেছে তারা ৷
রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিজেপি প্রতিনিধিদল ৷ আরও পড়ুন :Governor on KMC Election 2021 : কলকাতার ভোটে কি দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালের টুইট ঘিরে জল্পনা
অন্যদিকে, বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পলের অভিযোগ, প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার পর থেকেই দলের মহিলা প্রার্থীদের নানাভাবে ভয় দেখানো এবং হুমকি দেওয়া হচ্ছে ৷ ইতিমধ্যেই গোটা ঘটনা কলকাতার পুলিশ কমিশনারকে জানানো হয়েছে ৷ এদিন নির্বাচন কমিশনকেও তা জানিয়েছেন বিজেপি নেত্রী ৷ অগ্নিমিত্রার কটাক্ষ, এই রাজ্যে ভুয়ো আইপিএস, ভুয়ো আইএফএস, ভুয়ো সিভিক ভলান্টিয়ারদের রমরমা ৷ ভোটের দিনও যে এমনই কিছু লোককে দিয়ে বুথ ঘেরাও করা হবে না, তার নিশ্চয়তা কী ! তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক ৷ যাতে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঠেকানো যায় ৷