কলকাতা, 23 জুন : 21 জুন দেশজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দেশের তাবড় তাবড় নেতা, মন্ত্রীরা যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন । কিন্তু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তা পালন করতে দেখা যায়নি । এবার এই ইশুতে মমতাকে আক্রমণ করলেন BJP-র সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । এমন কী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও তাঁর তুলনা করেন ।
গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে কৈলাস বলেন, "গোটা বিশ্ব উৎসাহের সঙ্গে যোগ দিবস পালন করছে । শুধুমাত্র মমতা ব্যানার্জি ও পাকিস্তান এটা বয়কট করেছে । তাই, আমার মনে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মমতা ব্যানার্জির মধ্যে কোনও তফাত নেই ।"