কলকাতা, 22 এপ্রিল : বঙ্গ বিজেপিতে অন্তর্কলহ বন্ধ করতে এবার কড়া বার্তা এল দিল্লি থেকে (BJP Central Leadership wants to stop Bengal unit Inner Conflict Immediately) ৷ বিজেপি সূত্রে তেমনই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্রের দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সাফ জানানো হয়েছে যে অবিলম্বে বন্ধ করতে হবে গোষ্ঠী কোন্দল (BJPs Inner Conflict) ৷ বিশেষ করে অমিত শাহের সফরের আগে যেন পরিস্থিতি স্বাভাবিক হয়, সেটাই চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷
এদিকে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (BJP National Vice President Dilip Ghosh) দু-একদিনের মধ্যে দিল্লিতে তলব করা হয়েছে ৷ জানা গিয়েছে, গতকাল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তিনি, সেই নিয়েই কথা বলতে তাঁকে দিল্লিতে ডাকা হয়েছে ৷ বিষয়টি যে কেন্দ্রীয় নেতারা ভালোভাবে দেখছেন না, তা স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছে গেরুয়া শিবিরের একাংশ ৷
কিন্তু প্রশ্ন উঠছে যে বঙ্গ বিজেপিতে আচমকা কোন্দল কেন প্রকাশ্যে চলে আসছে বারবার ? জেলায় জেলায় আদি-নব্য বিজেপির মধ্যে লড়াই চলছে । অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের কেন দায়িত্ব দেওয়া দেওয়া হচ্ছে না ? তাহলে কি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর অনাস্থা তৈরি হচ্ছে দলে ? সেই কারণেই কি সুকান্ত মজুমদারের প্রতি প্রকাশ্যে অনাস্থা প্রকাশ করছেন দিলীপ ঘোষ ?