কলকাতা, 21 মে : 2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) বাংলায় কাঙ্খিত সাফল্য পায়নি ভারতীয় জনতা পার্টি ৷ তার পর একাধিক উপ-নির্বাচন ও পৌরনির্বাচনে রীতিমতো ভরাডুবি হয়েছে বঙ্গ-বিজেপির ৷ আগামী বছর পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোটে এই ধরনের পরিস্থিতি এড়াতে তৎপর বিজেপির জাতীয় নেতৃত্ব ৷ তাই এখন থেকেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিতে বঙ্গ বিজেপির নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন গেরুয়া শিবিরের দিল্লির নেতারা (BJP Central Leadership Directs its Bengal Unit to Starts Panchayat Poll Preparation from now) ৷
যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ দলের কোনও নেতাই ৷ তবে বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, জয়পুরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বাংলার বিজেপি নেতাদের ৷ জয়পুরে জাতীয় কর্মসমিতির বৈঠকে বঙ্গ বিজেপির প্রতিনিধি হিসাবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh), সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও জাতীয় সম্পাদক অনুপম হাজরা উপস্থিত ছিলেন । তাঁরা দেখা করেন দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP National President JP Nadda) সঙ্গে । সূত্রের খবর, সেখানেই বাংলার বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় । তার পর নাড্ডা এখন থেকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিতে নির্দেশ দেন ৷
এই বিষয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিজেপির 42টি সাংগঠনিক জেলাতে আমরা অনেক আগে থেকেই সাংগঠনিক কাজ শুরু করেছি । ইতিমধ্যেই শুভেন্দুদা আর আমি জেলায় জেলায় মিছিল করছি । পঞ্চায়েত নির্বাচনে যত বাধাই আসুক না কেন, আমরা তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করব ৷"