কলকাতা, 14 সেপ্টেম্বর : শিয়ালদার বাড়িতে নিয়ে আসা হল ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের ভাই পীযূষ শর্মার দেহ ৷ গতকাল হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ 36 বছরের পীযূষ শর্মা লিভারের অসুখে ভুগছিলেন ৷ সম্প্রতি তাঁর লিভার প্রতিস্থাপন হয়েছিল হায়দরাবাদের এক হাসপাতালে ৷ আজ শিয়ালদার বাড়িতে তাঁর দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন বিজেপি প্রার্থী ৷ পীযূষ শর্মার মৃত্যুতে বিজেপি নেত্রী এবং তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷
গতকাল বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছে বিজেপি ৷ ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে তিন আইনজীবীর লড়াই হবে 30 সেপ্টেম্বর ৷ কিন্তু, তার আগে শোকের ছায়া বিজেপি প্রার্থীর পরিবারে ৷ গতকাল মনোনয়ন জমা দেওয়ার পরেই ভাই পীযূষ শর্মার মৃত্যুর খবর পান তিনি ৷ হায়দরাবাদের হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ আজ সকালে তাঁর দেহ শিয়ালদার বাড়িতে এসে পৌঁছেছে ৷ ভাইয়ের দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷