পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Municipal Corporation Election 2022 : তিন পৌরনিগমে প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, আসানসোলে লড়ছেন না জিতেন্দ্র - বিজেপির প্রার্থীতালিকা প্রকাশ

আসন্ন পৌরভোটের (Municipal Election 2022) জন্য বিধাননগর, আসানসোল ও চন্দননগর পৌরনিগমের প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি (BJP Candidate List) ৷ এবার ভোটের ময়দানে দলের আদি সদস্যদের উপরই আস্থা রাখল রাজ্য নেতৃত্ব ৷ আসানসোলে (Asansol Corporation Poll 2022) টিকিট পেলেন না প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) ৷

bjp candidate list for three corporation in municipal election 2022
Municipal Election 2022 : তিন পৌরনিগমে প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, আসানসোলে লড়ছেন না জিতেন্দ্র

By

Published : Dec 31, 2021, 7:16 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর :আসন্ন আসানসোল পৌরনিগমের নির্বাচনে (Asansol Municipal Corporation Poll 2022) টিকিট পেলেন না শহরের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) ৷ শুক্রবার আসন্ন পৌরভোটের (Municipal Corporation Election 2022) জন্য বিধাননগর, আসানসোল ও চন্দননগর পৌরনিগমের প্রার্থীতালিকা প্রকাশ করে বিজেপি (BJP Candidate List) ৷ এদিন কলকাতায় দলের সদর কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক হয় ৷ সেখানেই প্রার্থীতালিকা প্রকাশ করেন দলের নেতারা ৷ উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, অর্জুন সিং, প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়-সহ অন্যরা ৷ শনিবারই দলীয় প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন :Municipal Election 2022 : রাজ্যের 113টি পৌরবোর্ডেই প্রতিনিধি চায় বিজেপি

বিজেপির সূত্রে খবর, সংশ্লিষ্ট তিনটি পৌরনিগমেই ভোটের বৈতরণী পার করতে দলের আদি সদস্যদের উপর ভরসা রেখেছে রাজ্য নেতৃত্ব ৷ আর সেই কারণেই টিকিট বণ্টনের ক্ষেত্রে সদ্য বিজেপিতে আসা নেতা, কর্মীদের বদলে পুরনোদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ৷ একই কারণে আসানসোল পৌরনিগমে প্রার্থী হতে পারলেন না তৃণমূল থেকে বিজেপিতে আসা জিতেন্দ্র তিওয়ারি ৷ যদিও অন্য একটি সূত্রের দাবি, আসানসোলে আসন্ন লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন তিনি ৷

প্রসঙ্গত, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপির টিকিটেই পরপর দু’বার পশ্চিম বর্ধমানের এই কেন্দ্র থেকে জয়লাভ করেন ৷ কিন্তু, একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের সেই বাবুলই যোগ দেন তৃণমূলে ৷ তারপর সাংসদ পদেও ইস্তফা দেন তিনি ৷ আপাতত ওই আসনটি ফাঁকা ৷ সংশ্লিষ্ট মহলের দাবি, উপনির্বাচনে আসানসোল দখলে রাখতে জিতেন্দ্রর উপরেই বাজি ধরতে চলেছে গেরুয়া শিবির ৷ আর সেই কারণেই পৌরনির্বাচনে জিতেন্দ্রকে প্রার্থী করা হয়নি ৷ তবে আসানসোলে ভোটের দায়িত্ব জিতেন্দ্রকেই দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :Chandannagar TMC Agitation : চন্দননগরের 6 নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে বিক্ষোভ তৃণমূলের

অন্যদিকে, বিধাননগর পৌর এলাকার 30 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে উমাশঙ্কর ঘোষদস্তিদারকে ৷ উল্লেখ্য, 2019 সালে সল্টলেকে আয়োজিত একটি বারোয়ারি দুর্গাপুজোর উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই পুজো কমিটির সভাপতি ছিলেন এই উমাশঙ্কর ৷ সেদিন পুজোর উদ্বোধনে অমিত শাহের সঙ্গে ছিলেন সব্যসাচী দত্ত ৷ এবার সেই সব্যসাচীই 31 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি লড়াইয়ে নামাচ্ছে দেবাশিস জানাকে ৷ বিধাননগরের আর এক প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী 29 নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির বাজি মিতালি মুখোপাধ্যায় ৷ একইভাবে, চন্দননগর পৌরনিগমের ক্ষেত্রেও দলের পুরনো নেতা, কর্মীদের উপরেই ভরসা রেখেছে রাজ্য নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details