কলকাতা, 16 সেপ্টেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল রাজ্য বিজেপি ৷ কোভিডবিধি ভাঙার অভিযোগে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর গুরুদ্বারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ৷ সেখানে তাঁর সঙ্গে কোভিডবিধি লঙ্ঘন করে অসংখ্য তৃণমূল সমর্থক সেখানে ভিড় করেছিল ৷ শহরের ব্যস্ত রাস্তায় একাধিক গাড়ি দাঁড় করিয়ে রাখা হয় ৷ যার জেরে ভবানীপুর গুরুদ্বারের সামনের রাস্তায় যানজট তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে ৷
শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই গুরুদ্বারে গিয়ে ঘুষ দেওয়া এবং প্রভাবিত করার অভিযোগও করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট ৷ পাশাপাশি কোভিডবিধি ভাঙা নিয়ে বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা তৃণমূল সমর্থকদের কারও মুখে মাস্ক ছিল না ৷ এমনকি সামাজিক দূরত্ববিধিও মানা হয়নি ৷ যা নিয়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সজল ঘোষ ৷