জলপাইগুড়ি, 21 অগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে যাঁরা কাজ করতে চেয়েছেন, তাঁদের সকলকেই বিজেপিতে (BJP) স্বাগত জানানো হয়েছে ৷ নির্বাচনের আগে বিজেপিতে দলে দলে যোগদানের প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷
যদিও ভোট মিটতেই অনেকে পুরনো দলে ফিরছেন ৷ আবার কেউ পুরনো দলে ফেরার চেষ্টা করছেন ৷ এই প্রসঙ্গেও শনিবার মন্তব্য করেছেন বঙ্গ বিজেপির সভাপতি ৷ তবে তিনি সরাসরি দলবদলুদের নাম করেননি ৷ বরং উদাহরণ হিসেবে টেনে এনেছেন বিভিন্ন রাজ্যে এনডিএ (NDA) জোট শরিকদের কথা ৷
আরও পড়ুন :Mamata Banerjee : সাধারণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আসুক টাকা, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামতে চান মমতা
দিলীপের কথায়, অন্য রাজ্যে অনেক দল বিজেপির সঙ্গে জোটে ছিল ৷ অনেক দল পরে বেরিয়ে গিয়েছে৷ বেরিয়ে যাওয়ার অধিকার সকলেরই আছে ৷ আর দিলীপের এই মন্তব্য থেকেই রাজনৈতিক মহলের মনে করছে যে দলবদলুরা চাইলে বিজেপি ছাড়তে পারে ৷ এদিন সেই বার্তাই দিয়ে রাখলেন মেদিনীপুরের সাংসদ ৷
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে তৃণমূল কংগ্রেস থেকে বহু নেতা, সাংসদ, বিধায়ক, কর্মী, সমর্থক বিজেপিতে যোগ দেন ৷ অনেকে ভোটে লড়াই করেন ৷ কিন্তু দলবদলুদের বাংলার মানুষ গ্রহণ করেননি ৷ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), মিহির গোস্বামীর মতো হাতেগোনা কয়েকজন ছাড়া বাকিরা ভোটে জিততে পারেননি ৷
আরও পড়ুন :Post Poll Violence : হাইকোর্টের রায়ের সঙ্গে বাংলার জনজীবনের সম্পর্ক নেই, ভোট পরবর্তী হিংসা নিয়ে মত তৃণমূলের
বিজেপির বঙ্গ-জয়ের স্বপ্ন চুরমার হতেই হেরে যাওয়া অনেকেই তৃণমূলে ফিরতে চেয়েছেন ৷ সোনালি গুহ খোলা চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ জেলার অনেক নেতা বেসুরো কথা বলতে শুরু করেন ৷ রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বিজেপি থেকে তৃণমূলে ফেরার চেষ্টা করে যাচ্ছেন ৷ আর ভোটে জেতার পরও তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ফিরে গিয়েছেন মুকুল রায় (Mukul Roy) ৷
শনিবার জলপাইগুড়িতে বসে দিলীপ ঘোষ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে কে গেল আর কে এল তাতে বিজেপির কিছু যায় আসে না ৷ সেই কারণেই তিনি জানিয়েছেন যে 2014 সালে ও 2019 সালে বিজেপি কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় এসেছে ৷ বাংলাতেও একাই লড়াই করে বিজেপি পঞ্চায়েত, লোকসভা ও বিধানসভা নির্বাচনে সাফল্য পেয়েছে ৷
আরও পড়ুন :Ajanta-CPIM : শূন্য থেকে মহাশূন্যের পথে সিপিএম, অজন্তার পাশে দাঁড়িয়ে টুইট কুণালের
একই সঙ্গে তিনি দাবি করেছেন, জোট গঠন করে সরকার চালানোর প্রথম সাফল্য আসে বিজেপির অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) হাত ধরে ৷ পরে যা বাকিরাও অনুসরণ করেছেন ৷